ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাঁচ বিশ্বকাপ জিতেছি বলে আমরাই একমাত্র ফেভারিট নই : রদ্রিগো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে সেলেসাওরা। অতীত ইতিহাস সমৃদ্ধ বলে শুধুই নিজেদের ফেভারিট মানছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। রিয়াল মাদ্রিদ তারকা সমীহ করছেন আর্জেন্টিনাকেও।

স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, আগে পাঁচবার শিরোপা জিতেছি বলে শুধু আমরাই ফেভারিট নই। আমরা শক্তিশালী দল, তবে আরো কয়েকটি শক্তিশালী দলও আছে। বিশ্বকাপে কোনো একটা দল ফেভারিট থাকবে না। তবে এবার বিশ্বকাপ জেতার সব সামর্থ্য আমাদের আছে।

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমায় আলবেসেলিস্তেদের শিকার ইতালি। দুই শিরোপা জয়ে লিওনেল মেসিরা রয়েছে টানা ৩৫ ম্যাচ অপরাজিত। রদ্রিগো বলেন, ‘তারা (আর্জেন্টিনা) কঠিন প্রতিপক্ষ।

তবে আমি আগেও বলেছি, বিশ্বকাপে নির্দিষ্ট একটি দল ফেভারিট নয়। যেকোনো কিছু হতে পারে। এটা বিশ্বকাপ, এখানে সবকিছুই কঠিন। কিন্তু কোপা আমেরিকা জিতে তারা প্রমাণ করেছে, আর্জেন্টিনা খুবই ভয়ংকর প্রতিপক্ষ।’

২০১৪ বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করে ছক এঁকেছিলেন ব্রাজিল কোচ লুইজ ফেলিপে স্কলারি। রাশিয়া বিশ্বকাপেও নেইমার নির্ভর দল ছিল ব্রাজিল। সেলেসাওদের সাবেক-বর্তমানরা মনে করেন পাঁচ বিশ্বকাপের মালিকরা আর নেইমার নির্ভর নয়। এক ঝাঁক তরুণের উত্থান পিএসজি তারকার দায়িত্ব কমিয়ে দিয়েছে।

কাতারে নেইমারকে ঘিরে সব কৌশল সাজানো হবে কি না, এমন প্রশ্নে রদ্রিগো বলেন, ঠিক তেমনটা নয়। কিন্তু আমরা জানি, সে আমাদের সেরা খেলোয়াড়। সে যেন ছন্দে থাকে, সেজন্য মাঠে আমাদের সেরাটা দিতে হবে। নেইমার ভালো খেললে আমরা সবাই লাভবান হব। কারণ সে সবাইকে অনেক সাহায্য করে। তাই মাঝেমধ্যে তার জন্য খেলাটাও গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

পাঁচ বিশ্বকাপ জিতেছি বলে আমরাই একমাত্র ফেভারিট নই : রদ্রিগো

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে সেলেসাওরা। অতীত ইতিহাস সমৃদ্ধ বলে শুধুই নিজেদের ফেভারিট মানছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। রিয়াল মাদ্রিদ তারকা সমীহ করছেন আর্জেন্টিনাকেও।

স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, আগে পাঁচবার শিরোপা জিতেছি বলে শুধু আমরাই ফেভারিট নই। আমরা শক্তিশালী দল, তবে আরো কয়েকটি শক্তিশালী দলও আছে। বিশ্বকাপে কোনো একটা দল ফেভারিট থাকবে না। তবে এবার বিশ্বকাপ জেতার সব সামর্থ্য আমাদের আছে।

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমায় আলবেসেলিস্তেদের শিকার ইতালি। দুই শিরোপা জয়ে লিওনেল মেসিরা রয়েছে টানা ৩৫ ম্যাচ অপরাজিত। রদ্রিগো বলেন, ‘তারা (আর্জেন্টিনা) কঠিন প্রতিপক্ষ।

তবে আমি আগেও বলেছি, বিশ্বকাপে নির্দিষ্ট একটি দল ফেভারিট নয়। যেকোনো কিছু হতে পারে। এটা বিশ্বকাপ, এখানে সবকিছুই কঠিন। কিন্তু কোপা আমেরিকা জিতে তারা প্রমাণ করেছে, আর্জেন্টিনা খুবই ভয়ংকর প্রতিপক্ষ।’

২০১৪ বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করে ছক এঁকেছিলেন ব্রাজিল কোচ লুইজ ফেলিপে স্কলারি। রাশিয়া বিশ্বকাপেও নেইমার নির্ভর দল ছিল ব্রাজিল। সেলেসাওদের সাবেক-বর্তমানরা মনে করেন পাঁচ বিশ্বকাপের মালিকরা আর নেইমার নির্ভর নয়। এক ঝাঁক তরুণের উত্থান পিএসজি তারকার দায়িত্ব কমিয়ে দিয়েছে।

কাতারে নেইমারকে ঘিরে সব কৌশল সাজানো হবে কি না, এমন প্রশ্নে রদ্রিগো বলেন, ঠিক তেমনটা নয়। কিন্তু আমরা জানি, সে আমাদের সেরা খেলোয়াড়। সে যেন ছন্দে থাকে, সেজন্য মাঠে আমাদের সেরাটা দিতে হবে। নেইমার ভালো খেললে আমরা সবাই লাভবান হব। কারণ সে সবাইকে অনেক সাহায্য করে। তাই মাঝেমধ্যে তার জন্য খেলাটাও গুরুত্বপূর্ণ।