ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দলে যোগ দেবেন তিনি। তবে তাকে নিতে বেতন-বোনাসের বাইরে অতিরিক্ত ৯৪ লাখ পাউন্ড খরচ করতে হচ্ছে অলরেডদের। কেননা ফেইনুর্দের সঙ্গে চুক্তি থাকায় ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এই অর্থ। এরমধ্যে ৭৭ লাখ পাউন্ড সরাসরি ক্ষতিপূরণ আর ১৭ লাখ অ্যাড অনস।

বর্তমান কোচ য়্যুর্গেন ক্লপ এ বছরের শুরুতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলো লিভারপুল। ৪৫ বছর বয়সী স্লটের অধীনে গত মৌসুমে ডাচ লিগ চ্যাম্পিয়ন হয় ফেইনুর্দ। এ বছর জিতেছে ডাচ কাপ, লিগে রানার্সআপ হতে চলেছে। আক্রমণাত্বক ফুটবল খেলার ধারা আর ফুটবলারদের গড়ে তোলার মানসিকতাই আকৃষ্ট করেছে লিভারপুলকে।

২০২১ সালে ফেইনুর্দে যোগ দেন স্লট। প্রথম মৌসুমেই ডাচ ক্লাবটিকে উদ্বোধনী ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে নিয়ে যান। দুর্ভাগ্য ফাইনালে তার দল হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে পরাজিত হয়। ২০২২-২৩ মৌসুমে ডাচ লিগের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

লিভারপুলে ৯ বছরের রাজত্বের পর চলে যাচ্ছেন ক্লপ। স্লটের কথা তিনিও শুনেছেন। ডাচ কোচ এলে ক্লপ খুশি হবেন বলে জানিয়েছেন, ‘আমি তাকে হয়তো জানি না। কিন্তু যারা তাকে চেনে, তাদের ভাষ্য অনুসারে মানুষটি ভালো।। তাই ভালো কোচ, ভালো মানুষ। আমি এগুলো ভীষণ পছন্দ করি। এখন সে যদি ক্লাবের সমাধান হয়, তাহলে আমি ভীষণ খুশি হবো।’

নিউজটি শেয়ার করুন

লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট

আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দলে যোগ দেবেন তিনি। তবে তাকে নিতে বেতন-বোনাসের বাইরে অতিরিক্ত ৯৪ লাখ পাউন্ড খরচ করতে হচ্ছে অলরেডদের। কেননা ফেইনুর্দের সঙ্গে চুক্তি থাকায় ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এই অর্থ। এরমধ্যে ৭৭ লাখ পাউন্ড সরাসরি ক্ষতিপূরণ আর ১৭ লাখ অ্যাড অনস।

বর্তমান কোচ য়্যুর্গেন ক্লপ এ বছরের শুরুতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলো লিভারপুল। ৪৫ বছর বয়সী স্লটের অধীনে গত মৌসুমে ডাচ লিগ চ্যাম্পিয়ন হয় ফেইনুর্দ। এ বছর জিতেছে ডাচ কাপ, লিগে রানার্সআপ হতে চলেছে। আক্রমণাত্বক ফুটবল খেলার ধারা আর ফুটবলারদের গড়ে তোলার মানসিকতাই আকৃষ্ট করেছে লিভারপুলকে।

২০২১ সালে ফেইনুর্দে যোগ দেন স্লট। প্রথম মৌসুমেই ডাচ ক্লাবটিকে উদ্বোধনী ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে নিয়ে যান। দুর্ভাগ্য ফাইনালে তার দল হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে পরাজিত হয়। ২০২২-২৩ মৌসুমে ডাচ লিগের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

লিভারপুলে ৯ বছরের রাজত্বের পর চলে যাচ্ছেন ক্লপ। স্লটের কথা তিনিও শুনেছেন। ডাচ কোচ এলে ক্লপ খুশি হবেন বলে জানিয়েছেন, ‘আমি তাকে হয়তো জানি না। কিন্তু যারা তাকে চেনে, তাদের ভাষ্য অনুসারে মানুষটি ভালো।। তাই ভালো কোচ, ভালো মানুষ। আমি এগুলো ভীষণ পছন্দ করি। এখন সে যদি ক্লাবের সমাধান হয়, তাহলে আমি ভীষণ খুশি হবো।’