ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশসহ ছয় দেশে ভারতের পেঁয়াজ রফতানির অনুমতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৪৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশসহ প্রতিবেশী ৬টি দেশে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, প্রতিবেশী ৬টি দেশে ৯৯ হাজার ৫০০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। এসব পেঁয়াজ মূলত ভারতের মহারাষ্ট্রের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এ ছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে ২ হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এর আগে গত ডিসেম্বরে রপ্তানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার। গত ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখা হয়। মার্চে এই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই শনিবার ভারতের মিনিস্ট্রি অব কনজ্যুমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় ৯৯ হাজার ৫০০ টন পেঁয়াজ রপ্তানিতে সরকার অনুমতি দিয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর ভারত হঠাৎ করেই ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে বাংলাদেশের বাজারে দাম বাড়তে থাকে পণ্যটির। সে সময় দেশে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় কেজিতে ১৬০ ও দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকায়।

পরবর্তিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ ৬ দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দেয় ভারত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এসব দেশে সরকারি পর্যায়ে জিটুজি প্রক্রিয়ায় রপ্তানি করা হবে পেঁয়াজ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ছয় দেশে ভারতের পেঁয়াজ রফতানির অনুমতি

আপডেট সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশসহ প্রতিবেশী ৬টি দেশে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, প্রতিবেশী ৬টি দেশে ৯৯ হাজার ৫০০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। এসব পেঁয়াজ মূলত ভারতের মহারাষ্ট্রের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এ ছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে ২ হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এর আগে গত ডিসেম্বরে রপ্তানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার। গত ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখা হয়। মার্চে এই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই শনিবার ভারতের মিনিস্ট্রি অব কনজ্যুমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় ৯৯ হাজার ৫০০ টন পেঁয়াজ রপ্তানিতে সরকার অনুমতি দিয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর ভারত হঠাৎ করেই ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে বাংলাদেশের বাজারে দাম বাড়তে থাকে পণ্যটির। সে সময় দেশে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় কেজিতে ১৬০ ও দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকায়।

পরবর্তিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ ৬ দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দেয় ভারত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এসব দেশে সরকারি পর্যায়ে জিটুজি প্রক্রিয়ায় রপ্তানি করা হবে পেঁয়াজ।