ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৬ দিন চিকিৎসা শেষে নিজ বাসভবনে খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসা শেষে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলবে।

এরআগে, বুধবার খালেদা জিয়া বাসায় ফিরতে পারবেন কিনা তা নির্ধারণ করতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। সেখানেই বৃহস্পতিবার তার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হয়।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও খালেদা জিয়া এতে সায় দেননি।

ওই সদস্য বলেন, ‘খালেদা জিয়ার মাল্টিপল এডভান্স ডিজিজ সেন্টারে চিকিৎসা জরুরি। এখন মাঝেমধ্যে ব্লিডিং হচ্ছে। মস্তিষ্কে একটি টিউব লাগানো প্রয়োজন। যা দেশে সম্ভব নয়।

‘খালেদা জিয়ার এন্ডোসকপির রেজাল্ট সন্তোষজনক আসেনি। রেজাল্ট অনুয়ায়ী সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধের পরিবর্তনসহ আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপিপ্রধানের সাজা স্থগতি করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বেসরকারি এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে।

নিউজটি শেয়ার করুন

৬ দিন চিকিৎসা শেষে নিজ বাসভবনে খালেদা জিয়া

আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসা শেষে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলবে।

এরআগে, বুধবার খালেদা জিয়া বাসায় ফিরতে পারবেন কিনা তা নির্ধারণ করতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। সেখানেই বৃহস্পতিবার তার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হয়।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও খালেদা জিয়া এতে সায় দেননি।

ওই সদস্য বলেন, ‘খালেদা জিয়ার মাল্টিপল এডভান্স ডিজিজ সেন্টারে চিকিৎসা জরুরি। এখন মাঝেমধ্যে ব্লিডিং হচ্ছে। মস্তিষ্কে একটি টিউব লাগানো প্রয়োজন। যা দেশে সম্ভব নয়।

‘খালেদা জিয়ার এন্ডোসকপির রেজাল্ট সন্তোষজনক আসেনি। রেজাল্ট অনুয়ায়ী সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধের পরিবর্তনসহ আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপিপ্রধানের সাজা স্থগতি করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বেসরকারি এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে।