ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীপুরে ভাতিজার ধাওয়া খেয়ে চাচার করুণ মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি//
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাদুরখালী-আমতৈল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ধাওয়া খেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাচা তাহিদ জোয়াদ্দার (৪২) এর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ছোটভাই মনিরুল জোয়াদ্দার অভিযোগ করে বলেন, নিহতের সেজ ভাই (৩নং ভাই) কালাম জোয়াদ্দারের দুই ছেলে সাব্বির ও শাকিল জোয়াদ্দার এর মধ্যে তাদের ফুফাত ভাই শাহীন আলমের বাড়ির সীমানা বেড়া দেয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে সাব্বির ও শাকিল দুই ভাই উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা, লাঠি-সোঠা বের করে ফুফাত ভাই শাহীনসহ তার আরেক ভাইকে ধাওয়া করে। শাহীন ও তার ভাই ধাওয়া খেয়ে  জীবন ভয়ে মেজ মামা (২নং মামা) নিহত তাহিদ জোয়াদ্দারের কাছে আশ্রয় নেয়।
 ভাগিনাদের প্রতি ভাতিজাদের এমন আচরণে কষ্ট পেয়ে বিষয়টি জানতে নিহত তাহিদ জোয়াদ্দার তার ছোটভাই কালাম জোয়াদ্দারের বাড়িতে আসে। সৃষ্ট ঘটনা নিয়ে চাচা-ভাতিজাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তার ছোটভাই কালাম জোয়াদ্দারের দুই ছেলে  সাব্বির ও শাকিল  বেপরোয়া হয়ে পূর্বের ন্যায়  ঘর থেকে রামদা ও লাঠি-সোঠা নিয়ে চাচা তাহিদ জোয়াদ্দারকে ধাওয়া করে। ভাতিজাদের হাতে অস্ত্র-সস্ত্র দেখে এবং ধাওয়া খেয়ে তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক রুগির অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে ফরিদপুর  মেডিকেলে  প্রেরণ করেন। ফরিদপুর নেওয়ার পথেই মধুখালী  এলাকায় তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে  শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে এ সংক্রান্তে কোন লিখিত অভিযোগ আসেনি। বরং পরিবারের লোকজন বলেছেন তিনি হার্টএ্যাটাকে মৃত্যুবরণ করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তিকে ময়না তদন্ত ছাড়ায় দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে ভাতিজার ধাওয়া খেয়ে চাচার করুণ মৃত্যু

আপডেট সময় : ১০:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
// আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি//
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাদুরখালী-আমতৈল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ধাওয়া খেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাচা তাহিদ জোয়াদ্দার (৪২) এর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ছোটভাই মনিরুল জোয়াদ্দার অভিযোগ করে বলেন, নিহতের সেজ ভাই (৩নং ভাই) কালাম জোয়াদ্দারের দুই ছেলে সাব্বির ও শাকিল জোয়াদ্দার এর মধ্যে তাদের ফুফাত ভাই শাহীন আলমের বাড়ির সীমানা বেড়া দেয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে সাব্বির ও শাকিল দুই ভাই উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা, লাঠি-সোঠা বের করে ফুফাত ভাই শাহীনসহ তার আরেক ভাইকে ধাওয়া করে। শাহীন ও তার ভাই ধাওয়া খেয়ে  জীবন ভয়ে মেজ মামা (২নং মামা) নিহত তাহিদ জোয়াদ্দারের কাছে আশ্রয় নেয়।
 ভাগিনাদের প্রতি ভাতিজাদের এমন আচরণে কষ্ট পেয়ে বিষয়টি জানতে নিহত তাহিদ জোয়াদ্দার তার ছোটভাই কালাম জোয়াদ্দারের বাড়িতে আসে। সৃষ্ট ঘটনা নিয়ে চাচা-ভাতিজাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তার ছোটভাই কালাম জোয়াদ্দারের দুই ছেলে  সাব্বির ও শাকিল  বেপরোয়া হয়ে পূর্বের ন্যায়  ঘর থেকে রামদা ও লাঠি-সোঠা নিয়ে চাচা তাহিদ জোয়াদ্দারকে ধাওয়া করে। ভাতিজাদের হাতে অস্ত্র-সস্ত্র দেখে এবং ধাওয়া খেয়ে তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক রুগির অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে ফরিদপুর  মেডিকেলে  প্রেরণ করেন। ফরিদপুর নেওয়ার পথেই মধুখালী  এলাকায় তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে  শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে এ সংক্রান্তে কোন লিখিত অভিযোগ আসেনি। বরং পরিবারের লোকজন বলেছেন তিনি হার্টএ্যাটাকে মৃত্যুবরণ করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তিকে ময়না তদন্ত ছাড়ায় দাফন করা হয়েছে।