ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নানা সংগঠনের অভিনন্দন

বিজিএমইএ এর পরিচালক নির্বাচিত হলেন শোভন ইসলাম

রতন শেখ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৫০০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিএমইএ’র ’২০২৪- ‘২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

‘সম্মিলিত পরিষদ’ প্যানেল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের কনিষ্ঠ পুত্র, জাতীয় সংসদ সদস্য জননেতা চয়ন ইসলামের সহোদর এবং স্প্যারো এ্যাপারেলস্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম ১৩শ’ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। বিডিএমইএ’র নবনির্বাচিত পরিচালক শোভন ইসলাম বিপুল ভোটে জয়লাভ করায় তাকে দেশে বিদেশের নানা সংগঠন ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ভোট পড়েছে ৮৯ দশমিক ১৮ শতাংশ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোট শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন জানান, এবারের বিজিএমইএ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ছোটখাটো দুই-একটি অভিযোগ ছাড়া প্রার্থীদের তেমন বড় কোনও অভিযোগ ছিল না। নির্বাচনে মোট ২ হাজার ৪শ’ ৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২শ’ ২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮শ’ ৩৯ জন, অর্থাৎ ৯০ দশমিক ৫০ শতাংশ। আর চট্টগ্রামে ৪শ’ ৬৪ ভোটের মধ্যে ৩শ’ ৮৭ জন ভোট দিয়েছেন। সেখানে ভোটের হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।

জানা গেছে, দ্বিবার্ষিক এই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭০ জন প্রার্থী প্রতিনদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৯ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

নানা সংগঠনের অভিনন্দন

বিজিএমইএ এর পরিচালক নির্বাচিত হলেন শোভন ইসলাম

আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

বিজিএমইএ’র ’২০২৪- ‘২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

‘সম্মিলিত পরিষদ’ প্যানেল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের কনিষ্ঠ পুত্র, জাতীয় সংসদ সদস্য জননেতা চয়ন ইসলামের সহোদর এবং স্প্যারো এ্যাপারেলস্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম ১৩শ’ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। বিডিএমইএ’র নবনির্বাচিত পরিচালক শোভন ইসলাম বিপুল ভোটে জয়লাভ করায় তাকে দেশে বিদেশের নানা সংগঠন ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ভোট পড়েছে ৮৯ দশমিক ১৮ শতাংশ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোট শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন জানান, এবারের বিজিএমইএ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ছোটখাটো দুই-একটি অভিযোগ ছাড়া প্রার্থীদের তেমন বড় কোনও অভিযোগ ছিল না। নির্বাচনে মোট ২ হাজার ৪শ’ ৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২শ’ ২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮শ’ ৩৯ জন, অর্থাৎ ৯০ দশমিক ৫০ শতাংশ। আর চট্টগ্রামে ৪শ’ ৬৪ ভোটের মধ্যে ৩শ’ ৮৭ জন ভোট দিয়েছেন। সেখানে ভোটের হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।

জানা গেছে, দ্বিবার্ষিক এই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭০ জন প্রার্থী প্রতিনদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৯ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।