ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না : আব্দুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমরা শান্তি সমাবেশ করছি। অপরদিকে একটা দানবীয় শক্তি সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান বিরোধী কোনও দাবি মানবে না আওয়ামী লীগ। বিএনপির ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না।

শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, আজকে বিএনপি শুধু সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্যে মাঠে নামে নাই, তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

তিনি বলেন, তাদের (বিএনপি) সরকার পতনের লক্ষ্য একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেওয়া। বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, ওদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। যদি প্রয়োজন হয় আরেকবার বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবে, লড়াই করব, তবুও মাঠ ছাড়ব না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। সুতরাং যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না : আব্দুর রহমান

আপডেট সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমরা শান্তি সমাবেশ করছি। অপরদিকে একটা দানবীয় শক্তি সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান বিরোধী কোনও দাবি মানবে না আওয়ামী লীগ। বিএনপির ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না।

শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, আজকে বিএনপি শুধু সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্যে মাঠে নামে নাই, তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

তিনি বলেন, তাদের (বিএনপি) সরকার পতনের লক্ষ্য একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেওয়া। বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, ওদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। যদি প্রয়োজন হয় আরেকবার বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবে, লড়াই করব, তবুও মাঠ ছাড়ব না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। সুতরাং যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ।