ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গয়েশ্বরের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে : হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তার বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। একই সাথে বিচারিক আদালতকে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করে। রাজধানীর রমনা থানায় করা এ মামলাটিতে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন।

নিউজটি শেয়ার করুন

গয়েশ্বরের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে : হাইকোর্ট

আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তার বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। একই সাথে বিচারিক আদালতকে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করে। রাজধানীর রমনা থানায় করা এ মামলাটিতে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন।