ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলি বিমান হামলায় দুইদিনে ২৪ ফিলিস্তিনি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত দুই দিনে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪২ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ই মে) প্রাণ হারিয়েছে ৯ ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। বুধবার গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরাইলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৯ ফিলিস্তিনি।

এদিকে হামলা শুরু হওয়ার পর গাজা এবং পশ্চিম তীরে সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী । পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা করছে ইসরাইল।

বুধবার গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বলছে, এই সপ্তাহে এখন পর্যন্ত ইসরাইলের বিমান হামলায় ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন পিআইজে কমান্ডার রয়েছে।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি বিমান হামলায় দুইদিনে ২৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত দুই দিনে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪২ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ই মে) প্রাণ হারিয়েছে ৯ ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। বুধবার গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরাইলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৯ ফিলিস্তিনি।

এদিকে হামলা শুরু হওয়ার পর গাজা এবং পশ্চিম তীরে সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী । পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা করছে ইসরাইল।

বুধবার গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বলছে, এই সপ্তাহে এখন পর্যন্ত ইসরাইলের বিমান হামলায় ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন পিআইজে কমান্ডার রয়েছে।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে।