ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৪৭০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে তার জামান পার্কের বাসভবনের বাইরে অবস্থান করছে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ। ইমরান খানের চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ দাবি করেছেন, পিটিআই প্রধান তার বাসভবনে এখন নেই।

রোববার (৫ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই ইসলাম (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এর আগে সেখানে উপস্থিত হয় ইসলামাবাদ এবং পাঞ্জাব পুলিশ।

খবরে বলা হয়, রোববার জামান পার্কে ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে সেখানে পুলিশকে বাধা দেয় পিটিআই প্রধানের নেতাকর্মীরা। এরপর ধীরে ধীরে সমর্থকদের ভিড় বাড়তেই থাকে।

প্রথমদিকে জামান পার্কের বাইরে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

৭০ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠে, এ সময়ে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনাবেচা করেছেন ইমরান। বলা হচ্ছে, লেনদেন করা এসব উপহারের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ডলারের বেশি।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে। এসপি প্রথমে ইমরান খানের রুমে গেলেও তাকে সেখানে পান নি বলে জানান।

এরপর পিটিআইয়ের নেতাও দাবি করেন ইমরান খান তার বাসভবনে নেই। তবে শেষমেশ হুট করে কর্মীদের ভিড় বাড়তে থাকলে সেখানে হাজির হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

আদালতের আদেশ বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবে, আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামাবাদ পুলিশ ইমরানকে নিজেদের নিরাপত্তায় ইসলামাবাদে হস্তান্তর করবে। আইন সবার জন্য সমান।

ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির খান বলেন, পুলিশ ইমরানের কাছে আদালতের আদেশ পৌঁছে দিয়েছিল। এবং তিনি তা গ্রহণ করেছিলেন। এখন আমরা চাই তিনি আমাদের সঙ্গে যাক। সম্মানের সঙ্গে তাকে অনুরোধ করছি আমাদের সঙ্গে আসার জন্য যাতে আদালতের আদেশ মানা হয়।

তিনি বলেন, ইসলামাবাদ ও লাহোর পুলিশের দল ইমরানের বাড়ির বাইরে অপেক্ষা করছে। তাকে গ্রেপ্তার করা ছাড়া তারা যাবে না ।

এদিকে দলীয় চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পুলিশ আসার খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ার করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরেই আজ ইমরান খানকে গ্রেপ্তারে হাজির হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময় : ০৭:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে তার জামান পার্কের বাসভবনের বাইরে অবস্থান করছে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ। ইমরান খানের চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ দাবি করেছেন, পিটিআই প্রধান তার বাসভবনে এখন নেই।

রোববার (৫ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই ইসলাম (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এর আগে সেখানে উপস্থিত হয় ইসলামাবাদ এবং পাঞ্জাব পুলিশ।

খবরে বলা হয়, রোববার জামান পার্কে ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে সেখানে পুলিশকে বাধা দেয় পিটিআই প্রধানের নেতাকর্মীরা। এরপর ধীরে ধীরে সমর্থকদের ভিড় বাড়তেই থাকে।

প্রথমদিকে জামান পার্কের বাইরে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

৭০ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠে, এ সময়ে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনাবেচা করেছেন ইমরান। বলা হচ্ছে, লেনদেন করা এসব উপহারের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ডলারের বেশি।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে। এসপি প্রথমে ইমরান খানের রুমে গেলেও তাকে সেখানে পান নি বলে জানান।

এরপর পিটিআইয়ের নেতাও দাবি করেন ইমরান খান তার বাসভবনে নেই। তবে শেষমেশ হুট করে কর্মীদের ভিড় বাড়তে থাকলে সেখানে হাজির হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

আদালতের আদেশ বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবে, আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামাবাদ পুলিশ ইমরানকে নিজেদের নিরাপত্তায় ইসলামাবাদে হস্তান্তর করবে। আইন সবার জন্য সমান।

ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির খান বলেন, পুলিশ ইমরানের কাছে আদালতের আদেশ পৌঁছে দিয়েছিল। এবং তিনি তা গ্রহণ করেছিলেন। এখন আমরা চাই তিনি আমাদের সঙ্গে যাক। সম্মানের সঙ্গে তাকে অনুরোধ করছি আমাদের সঙ্গে আসার জন্য যাতে আদালতের আদেশ মানা হয়।

তিনি বলেন, ইসলামাবাদ ও লাহোর পুলিশের দল ইমরানের বাড়ির বাইরে অপেক্ষা করছে। তাকে গ্রেপ্তার করা ছাড়া তারা যাবে না ।

এদিকে দলীয় চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পুলিশ আসার খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ার করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরেই আজ ইমরান খানকে গ্রেপ্তারে হাজির হয়েছে।