ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অনাথ ও পথশিশুদের মেট্রোরেল ভ্রমণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পথ শিশুদের জন্য বিশেষ আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ (শুক্রবার) সকালে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি শিশু পল্লীর ৭০ শিশুকে নিয়ে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভ্রমণ করানো হয়। এসময় আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।

সুবিধাবঞ্চিত পথ শিশুদের আজ যেন আনন্দের সীমা নেই। জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে তাদের জন্য ব্যাতিক্রমী আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। শুক্রবার সকালে ৭০ শিশুকে সরকারি বাসে করে নিয়ে আসা হয় মেট্রোরেল স্টেশনে।

টিকিট কেটে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে তাদের নিয়ে যাওয়া হয় মেট্রোরেলে। ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। মনের আনন্দে গেয়ে ওঠে ‘শোন একটি মুজিবের থেকে লক্ষ্য মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি। প্রথমবার এই ভ্রমণ তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানায় তারা।

সকল শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার সমান অধিকার আছে। শিশু দিবসে এই হোক অঙ্গীকার, এমনটাই চাওয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারসহ আয়োজকদের।

শিশুদের আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর দিয়াবাড়ির মেট্রো ইনফরমেশন ও এক্সিবিশন সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

অনাথ ও পথশিশুদের মেট্রোরেল ভ্রমণ

আপডেট সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পথ শিশুদের জন্য বিশেষ আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ (শুক্রবার) সকালে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি শিশু পল্লীর ৭০ শিশুকে নিয়ে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভ্রমণ করানো হয়। এসময় আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।

সুবিধাবঞ্চিত পথ শিশুদের আজ যেন আনন্দের সীমা নেই। জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে তাদের জন্য ব্যাতিক্রমী আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। শুক্রবার সকালে ৭০ শিশুকে সরকারি বাসে করে নিয়ে আসা হয় মেট্রোরেল স্টেশনে।

টিকিট কেটে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে তাদের নিয়ে যাওয়া হয় মেট্রোরেলে। ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। মনের আনন্দে গেয়ে ওঠে ‘শোন একটি মুজিবের থেকে লক্ষ্য মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি। প্রথমবার এই ভ্রমণ তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানায় তারা।

সকল শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার সমান অধিকার আছে। শিশু দিবসে এই হোক অঙ্গীকার, এমনটাই চাওয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারসহ আয়োজকদের।

শিশুদের আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর দিয়াবাড়ির মেট্রো ইনফরমেশন ও এক্সিবিশন সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়।