ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৭ দিনে এলো প্রত্যাশার চেয়ে বেশি রেমিট্যান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। প্রত্যাশার চেয়ে যা তুলনামূলক বেশি। রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সাধারণত, রমজানে পরিবার-পরিজনের কেনাকাটা বেড়ে যায়। ফলে প্রিয়জনদের বাড়তি খরচ হয়। সেই বিবেচনায় রোজার আগেই বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার। মার্চের একই সময়ে এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ আলোচিত সময়ে প্রায় ১১ কোটি টাকা বেশি এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলমান মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সেটা অনেক ছাড়িয়ে যাবে।

মার্চের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ১৪ কোটি ৯১ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকে ২ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ৯৮ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৩৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

নিউজটি শেয়ার করুন

১৭ দিনে এলো প্রত্যাশার চেয়ে বেশি রেমিট্যান্স

আপডেট সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। প্রত্যাশার চেয়ে যা তুলনামূলক বেশি। রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সাধারণত, রমজানে পরিবার-পরিজনের কেনাকাটা বেড়ে যায়। ফলে প্রিয়জনদের বাড়তি খরচ হয়। সেই বিবেচনায় রোজার আগেই বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার। মার্চের একই সময়ে এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ আলোচিত সময়ে প্রায় ১১ কোটি টাকা বেশি এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলমান মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সেটা অনেক ছাড়িয়ে যাবে।

মার্চের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ১৪ কোটি ৯১ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকে ২ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ৯৮ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৩৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।