ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কৃষিসহ নানান খাতে পড়ছে বিরূপ প্রভাব

পানি নেই উত্তরাঞ্চলের নদ-নদীর বুকে !

মোঃ শামছুর রহমান শিশির
  • আপডেট সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / ৪৮২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুষ্ক মৌসুমে পানি নেই এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা যমুনা, পদ্মা, করতোয়া, বড়াল, হুরাসাগরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর বুকে!

ভারতের মরুকরণ প্রক্রিয়ার নির্মম, নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ঠ হয়ে, নিষ্পেষিত হয়ে এসব নদ-নদী ক্রমেই পরিণত হচ্ছে মরা খালে। পানির অভাবে এক সময়ের ভয়াল যমুনার বুকে মাইলের পর মাইল চর জেগে উঠেছে। ধুঁ-ধুঁ এসব বালুর চর দেখে হাহাকার করে উঠছে মন। এ কারণে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান খাতে এর বিরূপ প্রভাব পড়ছে।

প্রতিবেশী দেশ ভারত এসব নদ-নদীর উজানে বাঁধ, ক্রসবাঁধ, ড্যাম, রাবার ড্যাম স্থাপন করে একতরফাভাবে পানি প্রত্যাহারের মাধ্যমে উত্তরাঞ্চলসহ দেশের নদ-নদীগুলোর স্বাভাবিক গতিপ্রবাহ রূদ্ধ করে দেয়ায় সুজলা সুফলা শশ্য শ্যামলা আমাদের প্রিয় জন্মভুমি ক্রমেই মরুভুমি অঞ্চলে পরিণত হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

কৃষিসহ নানান খাতে পড়ছে বিরূপ প্রভাব

পানি নেই উত্তরাঞ্চলের নদ-নদীর বুকে !

আপডেট সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শুষ্ক মৌসুমে পানি নেই এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা যমুনা, পদ্মা, করতোয়া, বড়াল, হুরাসাগরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর বুকে!

ভারতের মরুকরণ প্রক্রিয়ার নির্মম, নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ঠ হয়ে, নিষ্পেষিত হয়ে এসব নদ-নদী ক্রমেই পরিণত হচ্ছে মরা খালে। পানির অভাবে এক সময়ের ভয়াল যমুনার বুকে মাইলের পর মাইল চর জেগে উঠেছে। ধুঁ-ধুঁ এসব বালুর চর দেখে হাহাকার করে উঠছে মন। এ কারণে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান খাতে এর বিরূপ প্রভাব পড়ছে।

প্রতিবেশী দেশ ভারত এসব নদ-নদীর উজানে বাঁধ, ক্রসবাঁধ, ড্যাম, রাবার ড্যাম স্থাপন করে একতরফাভাবে পানি প্রত্যাহারের মাধ্যমে উত্তরাঞ্চলসহ দেশের নদ-নদীগুলোর স্বাভাবিক গতিপ্রবাহ রূদ্ধ করে দেয়ায় সুজলা সুফলা শশ্য শ্যামলা আমাদের প্রিয় জন্মভুমি ক্রমেই মরুভুমি অঞ্চলে পরিণত হতে চলেছে।