ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরাজগঞ্জ-৫ আসনে আ.লীগের প্রার্থী মমিন মন্ডলের নামে ২২ মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ৯৫৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মন্ডলের নামে ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪টি মামলা বাদী কর্তৃক প্রত্যাহার হয়েছে, চারটি স্থগিত রয়েছে ও চারটি মামলা বিচারাধীন। ২০১৯ সাল থেকে ২০২৩ সালে এ মামলাগুলো দায়ের হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া আব্দুল মমিন মন্ডলের হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। হলফনামার ২ এর খ কলামে প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৯৩ ধারায় চেয়ারম্যান ২য় শ্রম আদালত ঢাকায় মামলাগুলো করা হয়েছে।
এর মধ্যে বিএলএ (ফৌজদারি) ১৪৭/২০২৩, বিএলএ (ফৌজদারি) ২৪০/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ১৮৩/২০২৩ নম্বর মামলা বর্তমানে চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শ্রম আদালত গাজীপুর এ বিএলএ বিচারাধীন। বিএলএ (ফৌজদারি) ১৪৫/২০২৩ আপিল আদালতে আদেশ দাখিলের জন্য দিন ধার্য্য আছে।
এছাড়া বিএলএ (ফৌজদারি) ৪২৪/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৫/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৬/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ৪২৭/২০২৩ নম্বর মামলা আপিল আদালতের আদেশে যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। অপরদিকে ১৩টি মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছে এবং একটি মামলা থেকে খালাস পেয়েছেন।
মামলার বিষয়ে জানতে আব্দুল মমিন মন্ডলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, মামলা চলমান থাকলে প্রার্থিতা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে মামলার তথ্য হলফনামার সঙ্গে দিতে হবে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জ-৫ আসনে আ.লীগের প্রার্থী মমিন মন্ডলের নামে ২২ মামলা

আপডেট সময় : ০৫:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মন্ডলের নামে ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪টি মামলা বাদী কর্তৃক প্রত্যাহার হয়েছে, চারটি স্থগিত রয়েছে ও চারটি মামলা বিচারাধীন। ২০১৯ সাল থেকে ২০২৩ সালে এ মামলাগুলো দায়ের হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া আব্দুল মমিন মন্ডলের হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। হলফনামার ২ এর খ কলামে প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৯৩ ধারায় চেয়ারম্যান ২য় শ্রম আদালত ঢাকায় মামলাগুলো করা হয়েছে।
এর মধ্যে বিএলএ (ফৌজদারি) ১৪৭/২০২৩, বিএলএ (ফৌজদারি) ২৪০/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ১৮৩/২০২৩ নম্বর মামলা বর্তমানে চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শ্রম আদালত গাজীপুর এ বিএলএ বিচারাধীন। বিএলএ (ফৌজদারি) ১৪৫/২০২৩ আপিল আদালতে আদেশ দাখিলের জন্য দিন ধার্য্য আছে।
এছাড়া বিএলএ (ফৌজদারি) ৪২৪/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৫/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৬/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ৪২৭/২০২৩ নম্বর মামলা আপিল আদালতের আদেশে যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। অপরদিকে ১৩টি মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছে এবং একটি মামলা থেকে খালাস পেয়েছেন।
মামলার বিষয়ে জানতে আব্দুল মমিন মন্ডলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, মামলা চলমান থাকলে প্রার্থিতা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে মামলার তথ্য হলফনামার সঙ্গে দিতে হবে।
বাখ//আর