ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হক আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুর  প্রতিনিধি

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা এম মোজাম্মেল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে গুরুদাসপুর পৌর এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮।

তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ জানান, বুধবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ শেষে গুরুদাসপুর উপজেলা বিএনপি নেতা আয়নাল হকের জানাজায় অংশগ্রহণ করেন মোজাম্মেল হক। এরপর বৃহস্পতিবার সারা দিন তিনি নিজ বাড়িতেই ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ তার মৃত্যুর সংবাদ পান তিনি।

জানা যায়, মোজাম্মেল হকের মৃত্যুর সময় তার পরিবারের কোনো লোকজন বাসায় ছিলেন না। মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী-সন্তান রাতেই গুরুদাসপুরে আসেন।

মোজাম্মেল হক বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের মো. আব্দুল কুদ্দুসের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার জুমার নামাজের পর গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পর মিরপুর শাহ আলী (রহ.) মাজার শরীফে বাদ এশা তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাবেক এমপির রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হক আর নেই

আপডেট সময় : ১২:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

গুরুদাসপুর  প্রতিনিধি

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা এম মোজাম্মেল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে গুরুদাসপুর পৌর এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮।

তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ জানান, বুধবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ শেষে গুরুদাসপুর উপজেলা বিএনপি নেতা আয়নাল হকের জানাজায় অংশগ্রহণ করেন মোজাম্মেল হক। এরপর বৃহস্পতিবার সারা দিন তিনি নিজ বাড়িতেই ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ তার মৃত্যুর সংবাদ পান তিনি।

জানা যায়, মোজাম্মেল হকের মৃত্যুর সময় তার পরিবারের কোনো লোকজন বাসায় ছিলেন না। মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী-সন্তান রাতেই গুরুদাসপুরে আসেন।

মোজাম্মেল হক বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের মো. আব্দুল কুদ্দুসের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার জুমার নামাজের পর গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পর মিরপুর শাহ আলী (রহ.) মাজার শরীফে বাদ এশা তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাবেক এমপির রুহের মাগফিরাত কামনা করেন।