ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশি মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: কলম্বোতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১১ই মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১০০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় লঙ্কান মেয়েরা।

আগে ব্যাটে নেমে শামীমা সুলতানা আর রাবেয়া হায়দার ভালো শুরু এনে দেন দলকে। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২৮ রান। পঞ্চম ওভারে রাবেয়া ১৮ বলে ১৬ রানে ফিরলে ভাঙে জুটি। এরপর ৫৩ রানের মাথায় বিদায় নেন ১৮ রান করা শামীমা। তবে এরপর আর কেউ দাঁড়াতে পারেনি।

নিগার সুলতানা ৮, মুর্শিদা খাতুন ১৪, রিতুমণি ৫, সুলতানা খাতুন ৪ আর ফাহিমা খাতুন করেন ৬ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৮ ওভার ৩ বলে ১০০ রানে। শ্রীলঙ্কার প্রবোধানি, রানবীরা ও দিলহারি দুইটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪২ রান। সপ্তম ওভারে এসে জুটি ভাঙেন রাবেয়া খান। তিনি ফেরান ২৭ বলে ৩৩ রান করা আতাপাত্তুকে। এরপর দলীয় ৫৮ রানের মাথায় দ্বিতীয় ও ৬৮ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। তবে এরপর আর কোনো উইকেট খোয়ায়নি লঙ্কানরা। মাধবী (২৯ রান) আর দিলহারি (২০ রান) মিলে স্বাগতিকদের নিয়ে যায় জয়ের বন্দরে।

প্রথম টি-টোয়েন্টি খেলায় ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশি মেয়েরা

আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: কলম্বোতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১১ই মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১০০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় লঙ্কান মেয়েরা।

আগে ব্যাটে নেমে শামীমা সুলতানা আর রাবেয়া হায়দার ভালো শুরু এনে দেন দলকে। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২৮ রান। পঞ্চম ওভারে রাবেয়া ১৮ বলে ১৬ রানে ফিরলে ভাঙে জুটি। এরপর ৫৩ রানের মাথায় বিদায় নেন ১৮ রান করা শামীমা। তবে এরপর আর কেউ দাঁড়াতে পারেনি।

নিগার সুলতানা ৮, মুর্শিদা খাতুন ১৪, রিতুমণি ৫, সুলতানা খাতুন ৪ আর ফাহিমা খাতুন করেন ৬ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৮ ওভার ৩ বলে ১০০ রানে। শ্রীলঙ্কার প্রবোধানি, রানবীরা ও দিলহারি দুইটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪২ রান। সপ্তম ওভারে এসে জুটি ভাঙেন রাবেয়া খান। তিনি ফেরান ২৭ বলে ৩৩ রান করা আতাপাত্তুকে। এরপর দলীয় ৫৮ রানের মাথায় দ্বিতীয় ও ৬৮ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। তবে এরপর আর কোনো উইকেট খোয়ায়নি লঙ্কানরা। মাধবী (২৯ রান) আর দিলহারি (২০ রান) মিলে স্বাগতিকদের নিয়ে যায় জয়ের বন্দরে।

প্রথম টি-টোয়েন্টি খেলায় ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।