ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে পোতাজিয়া শ্রীশ্রী কালিমাতা মন্দিরে ২শ বছর ধরে চলে আসছে শারদীয় দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৫১৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে ঐহিত্যবাহী পোতাজিয়া ইউনিয়নের বড় বাড়িতে প্রায় দু’শ বছর ধরে চলে আসছে শ্রীশ্রী কালিমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা । এবারেও এ পুজা দেখতে প্রতিদিন শত শত ভক্তরাদের ভীড় লক্ষ্য করা গেছে । মন্দির কমিটির সভাপতি শিক্ষক বারিদ বরন ঘোষ জানান, শাহজাদপুর উপজেলার মধ্যে পোতাজিয়াতে সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তৎকালীন জমিদার গৌর লাল ঘোষ এখানে উৎসবের সহিত পুজা করত ।

বিশেষ করে নবমী পুজার দিন প্রচুর ঢাঁকের বাদ্য বাজনা নিয়ে ধুপতি নাচের প্রতিযোগীতা হত। এখানে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িতে পুজা দেখতে এসেছিলেন । তার স্মৃতি ছিল তবে যুদ্ধের সময় পাক সেনারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই গ্রাম ছিল হাজারি ঘোষের গ্রাম । ৪র্থ পুরুষ ধরে চলছে এ পুজা । এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল থাকায় এখানে প্রতিদিন ভক্তরা পুজা দেখতে আসছে। সবাই এটাকে পোতাজিয়ার জমিদার বাড়ির পুজা বলে জানে । রাজু ঘোষ, অভিজিৎ ঘোষ বলেন, তারা পারিবারিক ভাবেই এ পুজা করে আসছে । প্রতিদিন শত শত মানুষ প্রসাদ সেবা করত। ঢাঁক আর বাজনার শব্দে গোটা এলাকা এখনও সবাইকে জানান দিচ্ছে এ পুজার আয়োজন।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে পোতাজিয়া শ্রীশ্রী কালিমাতা মন্দিরে ২শ বছর ধরে চলে আসছে শারদীয় দুর্গাপূজা

আপডেট সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

শাহজাদপুরে ঐহিত্যবাহী পোতাজিয়া ইউনিয়নের বড় বাড়িতে প্রায় দু’শ বছর ধরে চলে আসছে শ্রীশ্রী কালিমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা । এবারেও এ পুজা দেখতে প্রতিদিন শত শত ভক্তরাদের ভীড় লক্ষ্য করা গেছে । মন্দির কমিটির সভাপতি শিক্ষক বারিদ বরন ঘোষ জানান, শাহজাদপুর উপজেলার মধ্যে পোতাজিয়াতে সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তৎকালীন জমিদার গৌর লাল ঘোষ এখানে উৎসবের সহিত পুজা করত ।

বিশেষ করে নবমী পুজার দিন প্রচুর ঢাঁকের বাদ্য বাজনা নিয়ে ধুপতি নাচের প্রতিযোগীতা হত। এখানে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িতে পুজা দেখতে এসেছিলেন । তার স্মৃতি ছিল তবে যুদ্ধের সময় পাক সেনারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই গ্রাম ছিল হাজারি ঘোষের গ্রাম । ৪র্থ পুরুষ ধরে চলছে এ পুজা । এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল থাকায় এখানে প্রতিদিন ভক্তরা পুজা দেখতে আসছে। সবাই এটাকে পোতাজিয়ার জমিদার বাড়ির পুজা বলে জানে । রাজু ঘোষ, অভিজিৎ ঘোষ বলেন, তারা পারিবারিক ভাবেই এ পুজা করে আসছে । প্রতিদিন শত শত মানুষ প্রসাদ সেবা করত। ঢাঁক আর বাজনার শব্দে গোটা এলাকা এখনও সবাইকে জানান দিচ্ছে এ পুজার আয়োজন।

 

বাখ//আর