ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে আদিবাসি দুর্গা মন্দিরের পূজার দায়িত্ব নিচ্ছেন ২২ জন নারী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ৭০৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুর আদিবাসি পাড়ার দুর্গা মন্দিরের পূজার দ্বায়িত্ব নিলেন ২২ জন নারী । তবে এ কমিটিতে কোন পুরুষ মানুষ নাই । এলাকায় ব্যাপক আলোড়ন। জানা গেছে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলা মহল্লায় অবস্থিত আদিবাসি দুর্গা মন্দির দীর্ঘদিন ধরে দুর্গাপূজা পুরুষেরা করে আসছে । তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে পুজা না করার সিদ্ধান্ত নেন পুরুষেরা। পুজা বন্ধ হবে এ চিন্তায় আদিবাসি মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় । এক পার্যায়ে আদিবাসি পাড়ার দুই জন নারী এ পুজা করার সিদ্ধান্ত নেন ।

মন্দির কমিটির সভাপতি ইতি রানী ও সাধারন সম্পাদক মালতি রানী কে নির্বাচিত করে ২২ সদস্য বিশিষ্ট করে কমিটি করা হয়। সকলে মিলে চাঁদা কালেকশন করে পূজা করছে । তাদের এই সাহসী পদক্ষেপ গোটা শাহজাদপুরে ব্যাপক আলোচনার ঝড় বইছে । গতকাল শনিবার আদিবাসি দুর্গা মন্দিরের সভাপতি ইতি রানী ও সাধারন সম্পাদক মালতি রানী জানান, রিক্তা বিনতা রানী, সম্পা রানী সহ আমরা ২২ জন নারী মিলে এ পূজা করছি। তবে আমাদের সার্বিক সহযোগীতা করছে পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মানিক সরকার। তবে আমাদের কমিটিতে কোন পুরুষ মানুষ নাই । তাদের একটাই শ্লোগান দেশের প্রধানমন্ত্রী নারী । আমরা কেন পারব না । এই প্রথম কোন নারীরা এ পূজা করতে দেখা গেছে । সরেজমিন পূজা মন্দির ঘুরে দেখা গেছে মন্ডপে কোন পুরুষ মানুষ নাই ২২ জন নারী মিলে পুজার দায়িত্ব নিয়েছে । তবে এ পুজা দেখতে সপ্তমির দিন ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মত।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে আদিবাসি দুর্গা মন্দিরের পূজার দায়িত্ব নিচ্ছেন ২২ জন নারী

আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

শাহজাদপুর আদিবাসি পাড়ার দুর্গা মন্দিরের পূজার দ্বায়িত্ব নিলেন ২২ জন নারী । তবে এ কমিটিতে কোন পুরুষ মানুষ নাই । এলাকায় ব্যাপক আলোড়ন। জানা গেছে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলা মহল্লায় অবস্থিত আদিবাসি দুর্গা মন্দির দীর্ঘদিন ধরে দুর্গাপূজা পুরুষেরা করে আসছে । তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে পুজা না করার সিদ্ধান্ত নেন পুরুষেরা। পুজা বন্ধ হবে এ চিন্তায় আদিবাসি মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় । এক পার্যায়ে আদিবাসি পাড়ার দুই জন নারী এ পুজা করার সিদ্ধান্ত নেন ।

মন্দির কমিটির সভাপতি ইতি রানী ও সাধারন সম্পাদক মালতি রানী কে নির্বাচিত করে ২২ সদস্য বিশিষ্ট করে কমিটি করা হয়। সকলে মিলে চাঁদা কালেকশন করে পূজা করছে । তাদের এই সাহসী পদক্ষেপ গোটা শাহজাদপুরে ব্যাপক আলোচনার ঝড় বইছে । গতকাল শনিবার আদিবাসি দুর্গা মন্দিরের সভাপতি ইতি রানী ও সাধারন সম্পাদক মালতি রানী জানান, রিক্তা বিনতা রানী, সম্পা রানী সহ আমরা ২২ জন নারী মিলে এ পূজা করছি। তবে আমাদের সার্বিক সহযোগীতা করছে পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মানিক সরকার। তবে আমাদের কমিটিতে কোন পুরুষ মানুষ নাই । তাদের একটাই শ্লোগান দেশের প্রধানমন্ত্রী নারী । আমরা কেন পারব না । এই প্রথম কোন নারীরা এ পূজা করতে দেখা গেছে । সরেজমিন পূজা মন্দির ঘুরে দেখা গেছে মন্ডপে কোন পুরুষ মানুষ নাই ২২ জন নারী মিলে পুজার দায়িত্ব নিয়েছে । তবে এ পুজা দেখতে সপ্তমির দিন ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মত।

 

বাখ//আর