ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্ব রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৬২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড হয়েছে। আজ (রোববার) সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ৫১৭ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মায়ার্সের ২৭ বলে ৫১ রানের পর মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন জনসন চার্লস। এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির পথে ৪৬ বলে করেন ১১৮ রান। এছাড়া রোমারিও শেফার্ড ১৮ বলে করেন ৪১ রান। দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন ৫২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস মাত্র ৫ ওভার ৩ বলে দলীয় সেঞ্চুরি পূরণ করেন। টি-টোয়েন্টির ১৬ বছরের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান।

ডি কক ১৫ বলে অর্ধশতকের পর ৪৩ বলে করেন সেঞ্চুরি। রেজা ২৮ বলে করেন ৬৮ রান। শেষদিকে এইডেন মার্করামের ৩৮ রানের সুবাদে ৭ বল আর ৬ উইকেট থাকতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এছাড়া দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ (৫১৭) রানের ম্যাচ এটি। এছাড়া এই প্রথম এক ম্যাচে দুই ব্যাটার ৫০ বল খেলার আগে সেঞ্চুরি পেল।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো আফগানিস্তানের দখলে। তারা করেছিল ২৭৮ রান। দক্ষিণ আফ্রিকার আজকের ইনিংসটি ষষ্ঠ সর্বোচ্চ আর ওয়েস্ট ইন্ডিজের সপ্তম।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ১২:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড হয়েছে। আজ (রোববার) সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ৫১৭ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মায়ার্সের ২৭ বলে ৫১ রানের পর মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন জনসন চার্লস। এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির পথে ৪৬ বলে করেন ১১৮ রান। এছাড়া রোমারিও শেফার্ড ১৮ বলে করেন ৪১ রান। দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন ৫২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস মাত্র ৫ ওভার ৩ বলে দলীয় সেঞ্চুরি পূরণ করেন। টি-টোয়েন্টির ১৬ বছরের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান।

ডি কক ১৫ বলে অর্ধশতকের পর ৪৩ বলে করেন সেঞ্চুরি। রেজা ২৮ বলে করেন ৬৮ রান। শেষদিকে এইডেন মার্করামের ৩৮ রানের সুবাদে ৭ বল আর ৬ উইকেট থাকতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এছাড়া দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ (৫১৭) রানের ম্যাচ এটি। এছাড়া এই প্রথম এক ম্যাচে দুই ব্যাটার ৫০ বল খেলার আগে সেঞ্চুরি পেল।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো আফগানিস্তানের দখলে। তারা করেছিল ২৭৮ রান। দক্ষিণ আফ্রিকার আজকের ইনিংসটি ষষ্ঠ সর্বোচ্চ আর ওয়েস্ট ইন্ডিজের সপ্তম।