ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চৌহালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌহালী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাঁঠাল বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম ‘র সভাপতিত্বে ও থানার এসআই আনিসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান ।
আমন্ত্রিত অতিথি উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাফসান রেজা, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, নৌ পুলিশ ফাঁড়ির ওসি সামচুল ইসলাম ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যাগন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
মত বিনিময় সভায় আরও বলেন, মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সর্বোপরি পুলিশকে জন-বান্ধব কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এদিকে পৃথকভাবে খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বিট পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

চৌহালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌহালী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাঁঠাল বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম ‘র সভাপতিত্বে ও থানার এসআই আনিসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান ।
আমন্ত্রিত অতিথি উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাফসান রেজা, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, নৌ পুলিশ ফাঁড়ির ওসি সামচুল ইসলাম ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যাগন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
মত বিনিময় সভায় আরও বলেন, মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সর্বোপরি পুলিশকে জন-বান্ধব কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এদিকে পৃথকভাবে খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বিট পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাখ//আর