ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপের জন্য সুইজারল্যান্ডের দল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। কোচ মুরাত ইয়াকিনের ঘোষিত এই দলে গ্রানিত জাকা, জেরদান শাচিরিরা অবধারিতভাবেই সুযোগ পেয়েছেন।

এবারের আসরে ‘জি’ গ্রুপে রয়েছে সুইসরা। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, সার্বিয়া ও ক্যামেরুন। আগামী ২৪ নভেম্বর কামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ কুন (সালসবুর্ক), ইয়োনাস ওমলিন (মোঁপেলিয়ে), ইয়ান সমের (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

ডিফেন্ডার: মানুয়েল আকনজি (ম্যানচেস্টার সিটি), ইরে জোমের্ত (ভালেন্সিয়া), নিকো এলভেদি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), এদমিলসন ফের্নান্দেস (মাইন্স), রিকার্দো রদ্রিগেস (তোরিনো), ফাবিয়ান শার (নিউক্যাসল ইউনাইটেড), সিলভান উইডমার (মাইন্স)

মিডফিল্ডার: মিচেল এবিশার (বোলোনিয়া), ক্রিস্তিয়ান ফাসনাখট (ইয়াং বয়েজ), ফাবিয়ান ফ্রেই (বাসেল), রেমো ফ্রয়লার (নটিংহ্যাম ফরেস্ট), আরদুন ইয়াশারি (লুসার্ন), ফাবিয়ান রিডার (ইয়াং বয়েজ), জেরদান শাচিরি (শিকাকো ফায়ার), জিব্রিল সো (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) রেনাতো স্তেফান (লুগানো), গ্রানিত জাকা (আর্সেনাল)

ফরোয়ার্ড: ব্রিল এমবোলো (মোনাকো), নোয়া ওকাফোর (সালসবুর্ক), হারিস সেফেরোভিচ (গালাতাসারাই) রুবেন ভার্গাস (আউক্সবুর্ক)।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের জন্য সুইজারল্যান্ডের দল ঘোষণা

আপডেট সময় : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। কোচ মুরাত ইয়াকিনের ঘোষিত এই দলে গ্রানিত জাকা, জেরদান শাচিরিরা অবধারিতভাবেই সুযোগ পেয়েছেন।

এবারের আসরে ‘জি’ গ্রুপে রয়েছে সুইসরা। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, সার্বিয়া ও ক্যামেরুন। আগামী ২৪ নভেম্বর কামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ কুন (সালসবুর্ক), ইয়োনাস ওমলিন (মোঁপেলিয়ে), ইয়ান সমের (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

ডিফেন্ডার: মানুয়েল আকনজি (ম্যানচেস্টার সিটি), ইরে জোমের্ত (ভালেন্সিয়া), নিকো এলভেদি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), এদমিলসন ফের্নান্দেস (মাইন্স), রিকার্দো রদ্রিগেস (তোরিনো), ফাবিয়ান শার (নিউক্যাসল ইউনাইটেড), সিলভান উইডমার (মাইন্স)

মিডফিল্ডার: মিচেল এবিশার (বোলোনিয়া), ক্রিস্তিয়ান ফাসনাখট (ইয়াং বয়েজ), ফাবিয়ান ফ্রেই (বাসেল), রেমো ফ্রয়লার (নটিংহ্যাম ফরেস্ট), আরদুন ইয়াশারি (লুসার্ন), ফাবিয়ান রিডার (ইয়াং বয়েজ), জেরদান শাচিরি (শিকাকো ফায়ার), জিব্রিল সো (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) রেনাতো স্তেফান (লুগানো), গ্রানিত জাকা (আর্সেনাল)

ফরোয়ার্ড: ব্রিল এমবোলো (মোনাকো), নোয়া ওকাফোর (সালসবুর্ক), হারিস সেফেরোভিচ (গালাতাসারাই) রুবেন ভার্গাস (আউক্সবুর্ক)।