ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: বৃষ্টি আইনে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ার আগেই বৃষ্টির হানায় শেষ হয় বাংলাদেশের ইনিংস। মাত্র চার বল বাকি থাকতে খেলা বন্ধ হয়। তার আগে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ ২০৭ রান।

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৮ ওভারে ১০৪ রানের। তবে ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওপেনার লিটন ও রনি। প্রথম ওভারে থেকেই শুরু হয় তাদের তাণ্ডব। এর মধ্যে ষষ্ঠ ওভারে রনির ঝড়ে আসে ২০ রান। লিটনও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।

লিটন-রনির ঝড়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৮১ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু অষ্টম ওভারের প্রথম বলেই বিদায় নেন লিটন। মাত্র ২৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান সংগ্রহ করেন তিনি।

লিটন বিদায় নিলেও তাণ্ডব জারি রাখেন রনি। প্রতিপক্ষ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। মাত্র ২৪ বলে ফিফটির দেখা পেতে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও ২টি ছক্কা। তবে তিনে নামা নাজমুল হোসেন শান্ত বিদায় নেন ১৩ বলের মোকাবিলায় ১৪ রান করে।

এরপর শামীম হোসাইনের ২০ বলে ৩০ রান সাকিব আল হাসানের ১৩ বলে ২০ রানের সুবাদে ১৯ দশমিক ২ ওভাওে ৫ উইকেটে ২০৭ রান তোলে বাংলাদেশ। রনি ৩৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। বৃষ্টির কারণে আর ইনিংস এগুয়নি বাংলাদেশের। তাতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রানের।

জবাবে বাটে নেমে প্রথম ২ ওভাওে ৩২ রান তোলে আয়ারল্যান্ড। তৃতীয় ওভাওে ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরের ওভারে তাসকিন আহমেদ ৭ রানের বিনিময়ে ফেরান ৩ আইরিশ ব্যাটারকে।

তাতে শেষ ২৪ বলে ৬০ রানের দরকার হয় আয়ারল্যান্ডের। তাসিকন আর হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা কেবল ২৭ রান নেয়। তাসকিন ১৬ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। বাংলাদেশ জয় পায় ২২ রানে।

নিউজটি শেয়ার করুন

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক: বৃষ্টি আইনে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ার আগেই বৃষ্টির হানায় শেষ হয় বাংলাদেশের ইনিংস। মাত্র চার বল বাকি থাকতে খেলা বন্ধ হয়। তার আগে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ ২০৭ রান।

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৮ ওভারে ১০৪ রানের। তবে ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওপেনার লিটন ও রনি। প্রথম ওভারে থেকেই শুরু হয় তাদের তাণ্ডব। এর মধ্যে ষষ্ঠ ওভারে রনির ঝড়ে আসে ২০ রান। লিটনও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।

লিটন-রনির ঝড়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৮১ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু অষ্টম ওভারের প্রথম বলেই বিদায় নেন লিটন। মাত্র ২৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান সংগ্রহ করেন তিনি।

লিটন বিদায় নিলেও তাণ্ডব জারি রাখেন রনি। প্রতিপক্ষ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। মাত্র ২৪ বলে ফিফটির দেখা পেতে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও ২টি ছক্কা। তবে তিনে নামা নাজমুল হোসেন শান্ত বিদায় নেন ১৩ বলের মোকাবিলায় ১৪ রান করে।

এরপর শামীম হোসাইনের ২০ বলে ৩০ রান সাকিব আল হাসানের ১৩ বলে ২০ রানের সুবাদে ১৯ দশমিক ২ ওভাওে ৫ উইকেটে ২০৭ রান তোলে বাংলাদেশ। রনি ৩৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। বৃষ্টির কারণে আর ইনিংস এগুয়নি বাংলাদেশের। তাতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রানের।

জবাবে বাটে নেমে প্রথম ২ ওভাওে ৩২ রান তোলে আয়ারল্যান্ড। তৃতীয় ওভাওে ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরের ওভারে তাসকিন আহমেদ ৭ রানের বিনিময়ে ফেরান ৩ আইরিশ ব্যাটারকে।

তাতে শেষ ২৪ বলে ৬০ রানের দরকার হয় আয়ারল্যান্ডের। তাসিকন আর হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা কেবল ২৭ রান নেয়। তাসকিন ১৬ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। বাংলাদেশ জয় পায় ২২ রানে।