ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাকের পার্টির মনোনয়ন বাতিল প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ৫৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম। সিরাজগঞ্জ -১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের জাকের পার্টির দলীয় মনোনয়ন পান তিনি। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল গত ৩ নভেম্বর। পরদিন বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম ঢালাও করে প্রচার করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী বাদ পড়েছেন। অথচ গত ৪ নভেম্বর সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত কাগজে বৈধ প্রার্থীর তালিকার তিন নম্বরে আছেন জাকের পার্টির রেজাউল করিম।
ভুল তথ্য সম্বলিত প্রচারিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাকের পার্টির এই বৈধ প্রার্থী। বুধবার দুপুরে কাজীপুরের স্বাধীনতা স্কয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমাকে বৈধ ঘোষণা করেন। তার পেপার্সও আমার কাছে আছে। অথচ যাচাই বাছাইয়ের পরের দিন দৈনিক কালের কণ্ঠ, কালবেলা, করতোয়া, ভোরের চেতনা এবং দেশটিভি ও বাংলাভিশনে আমার মনোনয়ন বাতিল হয়েছে বলে সংবাদ প্রকাশ ও প্রচার করে। আমি এই ভুল তথ্য সম্বলিত সংবাদের তীব্র নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘নির্ভর যোগ্য সূত্র যাচাই না করেই তারা সংবাদ প্রকাশ করেছে। আমি কালের কণ্ঠের হেড অফিসে ফোনও করেছিলাম তারপরও সংশোধন করা হয়নি। এতে আমার ও পার্টির মানহানি হয়েছে। প্রয়োজনে পার্টির সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নয়া হবে।’
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কাজীপুর উপজেলা শাখার সহ-সভাপতি আবু সাঈদ ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

জাকের পার্টির মনোনয়ন বাতিল প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম। সিরাজগঞ্জ -১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের জাকের পার্টির দলীয় মনোনয়ন পান তিনি। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল গত ৩ নভেম্বর। পরদিন বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম ঢালাও করে প্রচার করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী বাদ পড়েছেন। অথচ গত ৪ নভেম্বর সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত কাগজে বৈধ প্রার্থীর তালিকার তিন নম্বরে আছেন জাকের পার্টির রেজাউল করিম।
ভুল তথ্য সম্বলিত প্রচারিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাকের পার্টির এই বৈধ প্রার্থী। বুধবার দুপুরে কাজীপুরের স্বাধীনতা স্কয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমাকে বৈধ ঘোষণা করেন। তার পেপার্সও আমার কাছে আছে। অথচ যাচাই বাছাইয়ের পরের দিন দৈনিক কালের কণ্ঠ, কালবেলা, করতোয়া, ভোরের চেতনা এবং দেশটিভি ও বাংলাভিশনে আমার মনোনয়ন বাতিল হয়েছে বলে সংবাদ প্রকাশ ও প্রচার করে। আমি এই ভুল তথ্য সম্বলিত সংবাদের তীব্র নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘নির্ভর যোগ্য সূত্র যাচাই না করেই তারা সংবাদ প্রকাশ করেছে। আমি কালের কণ্ঠের হেড অফিসে ফোনও করেছিলাম তারপরও সংশোধন করা হয়নি। এতে আমার ও পার্টির মানহানি হয়েছে। প্রয়োজনে পার্টির সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নয়া হবে।’
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কাজীপুর উপজেলা শাখার সহ-সভাপতি আবু সাঈদ ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন।
বাখ//আর