ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ দিনে ৫ জনের মৃত্যুতে আলোচনার ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

পরপর দুই দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনের মৃত্যু ও একজনের লাইফ সাপোর্টে থাকার ঘটনার একটি যোগসূত্র কী ?  আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় প্রায় সবার ধারণা, শনিবার রাতে তাঁরা সবাই শহরের কোনো এক স্থানে আড্ডায় ছিলেন। সেখান থেকে ফেরার পর একে একে সবাই অসুস্থ হন এবং এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

সূত্রগুলো বলছে, মৃত্যুর কারণ নিয়ে নানা কথা শুনা যায় । পুলিশ ও চিকিৎসকেরাও নিশ্চিত নন। তবে অসুস্থ হওয়ার আগে শনিবার রাতে তাঁরা একসঙ্গে ছিলেন, এ বিষয়ে ভিন্নমত নেই। কোথায় তাঁরা একসঙ্গে ছিলেন, সেটি জানার আগ্রহ সবার। কুলিয়ারচরে এখন এই ঘটনা নিয়েই সর্বত্র আলোচনা চলছে।

আজ মঙ্গলবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই দিনের ব্যবধানে ঘনিষ্ঠ পরিচয় থাকা ৫ জনের মৃত্যুকে সহজভাবে দেখার কোন সুযোগ নেই। সুতরাং ঘটনার সঙ্গে সম্পর্কিত সব দিক নিয়ে তদন্ত হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে তাঁরা কোথায় ছিলেন এবং কী করেছেন, সেটি জানার চেষ্টায় এখন পুলিশ।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ দিনে ৫ জনের মৃত্যুতে আলোচনার ঝড়

আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

পরপর দুই দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনের মৃত্যু ও একজনের লাইফ সাপোর্টে থাকার ঘটনার একটি যোগসূত্র কী ?  আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় প্রায় সবার ধারণা, শনিবার রাতে তাঁরা সবাই শহরের কোনো এক স্থানে আড্ডায় ছিলেন। সেখান থেকে ফেরার পর একে একে সবাই অসুস্থ হন এবং এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

সূত্রগুলো বলছে, মৃত্যুর কারণ নিয়ে নানা কথা শুনা যায় । পুলিশ ও চিকিৎসকেরাও নিশ্চিত নন। তবে অসুস্থ হওয়ার আগে শনিবার রাতে তাঁরা একসঙ্গে ছিলেন, এ বিষয়ে ভিন্নমত নেই। কোথায় তাঁরা একসঙ্গে ছিলেন, সেটি জানার আগ্রহ সবার। কুলিয়ারচরে এখন এই ঘটনা নিয়েই সর্বত্র আলোচনা চলছে।

আজ মঙ্গলবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই দিনের ব্যবধানে ঘনিষ্ঠ পরিচয় থাকা ৫ জনের মৃত্যুকে সহজভাবে দেখার কোন সুযোগ নেই। সুতরাং ঘটনার সঙ্গে সম্পর্কিত সব দিক নিয়ে তদন্ত হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে তাঁরা কোথায় ছিলেন এবং কী করেছেন, সেটি জানার চেষ্টায় এখন পুলিশ।

বা/খ: এসআর।