ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদরের ইলিশা-১ গ্যাসকূপ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ মে) রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। আর এর মাধ্যমে বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। সারাদেশের মানুষের জন্য এটা সুখবর।

তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।

২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাব্যতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। রাষ্ট্রীয় এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ খনন কাজ সম্পন্নের পর মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, যা প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাপেক্স ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। আরো কূপ খনন করলে আরো মজুদ পাওয়া যাবে। প্রতিদিন উত্তোলন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে। আরও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

আপডেট সময় : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদরের ইলিশা-১ গ্যাসকূপ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ মে) রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। আর এর মাধ্যমে বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। সারাদেশের মানুষের জন্য এটা সুখবর।

তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।

২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাব্যতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। রাষ্ট্রীয় এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ খনন কাজ সম্পন্নের পর মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, যা প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাপেক্স ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। আরো কূপ খনন করলে আরো মজুদ পাওয়া যাবে। প্রতিদিন উত্তোলন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে। আরও বলা হয়েছে।