ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে : নসরুল হামিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। তবে যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে।

বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনাবিষয়ক সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, কাজ চলছে, কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে, তা সত্ত্বেও নির্ধারিত সময়েই সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ যথাসময়ে শেষ করতে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা।

মন্ত্রী বলেন, সব মিলিয়ে কাজ সন্তোষজনক। তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ যথাসময়ে শেষ হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

ইয়াফেস ওসমান বলেন, এ ধরনের প্রযুক্তি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারা দেশকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তার কন্যাও তা নিয়েই এগোচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এ প্রকল্পটি দেখছেন।

সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন, সব মিলিয়ে আমরা কীভাবে কত আগে মানুষকে সাহায্য করতে পারি বা দেশের মানুষের জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি, বিশেষ করে বিদ্যুতের বিষয় নিয়ে, সেইটিই মূলত আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে : নসরুল হামিদ

আপডেট সময় : ০৩:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। তবে যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে।

বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনাবিষয়ক সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, কাজ চলছে, কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে, তা সত্ত্বেও নির্ধারিত সময়েই সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ যথাসময়ে শেষ করতে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা।

মন্ত্রী বলেন, সব মিলিয়ে কাজ সন্তোষজনক। তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ যথাসময়ে শেষ হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

ইয়াফেস ওসমান বলেন, এ ধরনের প্রযুক্তি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারা দেশকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তার কন্যাও তা নিয়েই এগোচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এ প্রকল্পটি দেখছেন।

সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন, সব মিলিয়ে আমরা কীভাবে কত আগে মানুষকে সাহায্য করতে পারি বা দেশের মানুষের জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি, বিশেষ করে বিদ্যুতের বিষয় নিয়ে, সেইটিই মূলত আলোচনা হয়েছে।