ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্দোলন দমিয়ে রাখতে চায় সরকার : রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তামাশা করতেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও আটক রাখার কৌশল নিয়েছে সরকার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হচ্ছে যাতে বের হতে না পারে, আন্দোলন দমিয়ে রাখতে চায় সরকার। জামিন পেলেও আবারও জেলগেটে গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের এভাবে আটকে রেখে রাজনীতির মাঠ শান্ত রাখা যাবে না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পর দেশজুড়ে ঘনঘন লোডশেডিংয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আবারও বিদ্যুৎ এর দাম বাড়ানোর পায়তারা করা হচ্ছে। সরকার শুধু কেলেঙ্কারিতে উন্নয়ন ঘটিয়েছে ‌। উন্নয়নের নামে ঋনের বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের কাঁধে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার সরকারের কোনো রণকৌশল কাজে দেবে না।

রিজভী আরো বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না এটা অতীতে প্রমাণিত হয়েছে। নিজেদের দুর্নীতি অব্যাহত রাখতেই কারচুপির নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। বুকে সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের আটক, গ্রেফতার বিষয়ে সাফাই গাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য মিথ্যাচারের প্রতিধ্বনি।

নিউজটি শেয়ার করুন

আন্দোলন দমিয়ে রাখতে চায় সরকার : রিজভী

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তামাশা করতেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও আটক রাখার কৌশল নিয়েছে সরকার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হচ্ছে যাতে বের হতে না পারে, আন্দোলন দমিয়ে রাখতে চায় সরকার। জামিন পেলেও আবারও জেলগেটে গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের এভাবে আটকে রেখে রাজনীতির মাঠ শান্ত রাখা যাবে না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পর দেশজুড়ে ঘনঘন লোডশেডিংয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আবারও বিদ্যুৎ এর দাম বাড়ানোর পায়তারা করা হচ্ছে। সরকার শুধু কেলেঙ্কারিতে উন্নয়ন ঘটিয়েছে ‌। উন্নয়নের নামে ঋনের বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের কাঁধে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার সরকারের কোনো রণকৌশল কাজে দেবে না।

রিজভী আরো বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না এটা অতীতে প্রমাণিত হয়েছে। নিজেদের দুর্নীতি অব্যাহত রাখতেই কারচুপির নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। বুকে সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের আটক, গ্রেফতার বিষয়ে সাফাই গাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য মিথ্যাচারের প্রতিধ্বনি।