শাহজাদপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ৪০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রযুক্তির আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তনেরর আয়োজনে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক ও কৃষিবিদ মো. নাসির আহমেদ খান। এদিন কৃষকদের কন্দাল ফসল- মিষ্টি আলু, লতিকচু, পানি কচু, গোল আলু, গাছ আলু, মুখি কচুর উৎপাদন প্রযুক্তি, গুরুত্ব ও বাজারজাত করন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ নিতে আশা জালালপুর ইউনিয়নের কৃষক মো. আজমল মিয়া বলেন- প্রশিক্ষণে এসে আমি কন্দাল ফসলের আধুনিক জাতের সাথে পরিচত হয়েছি। আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয় সে বিষয়ে জেনেছি। তবে প্রশিক্ষণ যদি দুই দিনের হতো তাহলে আরো বেশি শিখতে পারতাম বলে জানিয়েছেন তিনি।