করোনায় একদিনে শনাক্ত ২৮৭, মৃত্যু ৬
- আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ৪৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জন মারা গেছে এবং শনাক্ত হয়েছেন ২৮৭ জন। গতকাল শনাক্ত ছিল ৩৮৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪০৮ জন এবং শনাক্ত ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১২০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের ৫ জন পুরুষ ও ১ জন নারী। তাদের ১ জন ঢাকায়, ২ জন চট্টগ্রামে, ২ জন রাজশাহীতে ও ১ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।