ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে মেলবোর্নে চলছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই তাদের দুই ব্যাটিং স্তম্ভকে হারায়। এরপর শান মাসুদ আর ইফতেখার আহমেদের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। শেষদিকে ব্যাট হাতে এই স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনজুরি কাটিয়ে ফেরা পেস তারকা শাহিন আফ্রিদি।

আজ রোববার টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানেন অর্শদীপ সিং। লেগ বিফোরের ফাঁদে পড়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিরতি ওভারে এসে এই তরুণ পেসার তুলে নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৪)। বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন শান মাসুদ আর ইফতেখার। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫০ বলে ৭৬ রানের জুটি। ইফতেখার ৩২ বলে আর শান মাসুদ ৪০ বলে ফিফটি পূরণ করেন।

৫১ রানেই ইফতেখারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। এরপর শাদাব খান (৫), হায়দার আলী (২) আর মোহাম্মদ নওয়াজকে (৯) পরপর দুই ওভারে তুলে নিয়ে পাকিস্তানকে আবার বিপদে ফেলেন হার্দিক পান্ডিয়া। আসিফ আলী ৩ বলে ২ রান করে অর্শদীপের তৃতীয় শিকার হন। শেষদিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। এতেই পাকিস্তানের স্কোর দেড় শ ছাড়ায়। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। আর হার্দিক পান্ডিয়া নেন ৩০ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি।

 

নিউজটি শেয়ার করুন

ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে মেলবোর্নে চলছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই তাদের দুই ব্যাটিং স্তম্ভকে হারায়। এরপর শান মাসুদ আর ইফতেখার আহমেদের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। শেষদিকে ব্যাট হাতে এই স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনজুরি কাটিয়ে ফেরা পেস তারকা শাহিন আফ্রিদি।

আজ রোববার টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানেন অর্শদীপ সিং। লেগ বিফোরের ফাঁদে পড়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিরতি ওভারে এসে এই তরুণ পেসার তুলে নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৪)। বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন শান মাসুদ আর ইফতেখার। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫০ বলে ৭৬ রানের জুটি। ইফতেখার ৩২ বলে আর শান মাসুদ ৪০ বলে ফিফটি পূরণ করেন।

৫১ রানেই ইফতেখারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। এরপর শাদাব খান (৫), হায়দার আলী (২) আর মোহাম্মদ নওয়াজকে (৯) পরপর দুই ওভারে তুলে নিয়ে পাকিস্তানকে আবার বিপদে ফেলেন হার্দিক পান্ডিয়া। আসিফ আলী ৩ বলে ২ রান করে অর্শদীপের তৃতীয় শিকার হন। শেষদিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। এতেই পাকিস্তানের স্কোর দেড় শ ছাড়ায়। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। আর হার্দিক পান্ডিয়া নেন ৩০ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি।