ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবহমান বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হবে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ।

এছাড়া শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নারী নেত্রী শিরিন সুলতানা, মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, মেলায় বিভিন্ন স্টল পসরা সাজিয়ে বসেছে। স্টলগুলোতে মনোহরী সামগ্রী ও স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি নকশীকাঁথাসহ বিভিন্ন উপকরণ কেনার সুযো এবং চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ। পাশাপাশি মাটির তৈরি পুতুলসহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এ ছাড়াও মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও বাঙালির জাতীয় খেলা কাবাডিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়া পুরো মেলা জুড়ে রয়েছে বৈশাখী, জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির প্রচার।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট সময় : ০১:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবহমান বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হবে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ।

এছাড়া শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নারী নেত্রী শিরিন সুলতানা, মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, মেলায় বিভিন্ন স্টল পসরা সাজিয়ে বসেছে। স্টলগুলোতে মনোহরী সামগ্রী ও স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি নকশীকাঁথাসহ বিভিন্ন উপকরণ কেনার সুযো এবং চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ। পাশাপাশি মাটির তৈরি পুতুলসহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এ ছাড়াও মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও বাঙালির জাতীয় খেলা কাবাডিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়া পুরো মেলা জুড়ে রয়েছে বৈশাখী, জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির প্রচার।

 

বাখ//আর