ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০২৯ সালের পর বিএনপিকে ক্ষমতায় আসার কথা ভাবতে হবে : হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৪৬১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
অতীতের নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পর বিএনপিকে ক্ষমতায় আসার কথা ভাবতে হবে। দুর্নীতিবাজ তারেক রহমান যতদিন দলটির নেতৃত্বে থাকবে ততদিন বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, খুলনার সমাবেশকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা যানবাহন বন্ধ রেখেছে। কারণ ২০১৩-১৪ সালের বিএনপি জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। পরিবহন শ্রমিকদের হত্যা করেছে। তাই ভয় পেয়ে তারা যানবাহন বন্ধ রেখেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বাঁধা দেয় নাই।

অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আজকের সম্মেলনের মধ্যে দিয়ে যে কমিটি আসবে; তারা আশুগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করবে।

তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, তাজ মুহাম্মদ ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দি মঈন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

২০২৯ সালের পর বিএনপিকে ক্ষমতায় আসার কথা ভাবতে হবে : হানিফ

আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
অতীতের নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পর বিএনপিকে ক্ষমতায় আসার কথা ভাবতে হবে। দুর্নীতিবাজ তারেক রহমান যতদিন দলটির নেতৃত্বে থাকবে ততদিন বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, খুলনার সমাবেশকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা যানবাহন বন্ধ রেখেছে। কারণ ২০১৩-১৪ সালের বিএনপি জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। পরিবহন শ্রমিকদের হত্যা করেছে। তাই ভয় পেয়ে তারা যানবাহন বন্ধ রেখেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বাঁধা দেয় নাই।

অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আজকের সম্মেলনের মধ্যে দিয়ে যে কমিটি আসবে; তারা আশুগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করবে।

তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, তাজ মুহাম্মদ ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দি মঈন প্রমুখ।