ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের সুর নরম হয়েছে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভিসা নীতির কারনে সরকারের সুর নরম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও যারা ঔদ্ধত্য দেখিয়েছে তাঁদের সুর এখন বদলে গেছে। তারা সুর পাল্টে বলছে আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান হতে পারে।

‘বলে না যে, ভাবে এক হয় আরেক। কত লাফালাফি কয়েকদিন আগেও তাই না? কি লাফালাফি! এখন লাফালাফি কমে এসেছে। সুর নিচের দিকে নেমে এসেছে। এখন কথা বলা হচ্ছে, সংঘাত তো চাই না, আলাপ-আলোচনার মধ্য দিয়েই তো করতে হবে। আমরা তো বাধা দিচ্ছি না। বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ার ক্ষমতার বদল চায়। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন চায়।’

গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানান। এতে বলা হয়, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় এমন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।

আওয়ামী লীগ নেতাদের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।’

একই দিন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে তারা বলেছে যে- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক সেটিই তারা চায়।

‘অর্থাৎ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের সমর্থন পায়নি, বিশ্বব্যাপী কারো সমর্থন পায়নি। সুতরাং বিএনপির অন্তত আন্তর্জাতিক অঙ্গণে এটি নিয়ে আর বলার সুযোগ নেই । ফলে এই ভিসা নীতি তাদের ওপর বিরাট চাপ তৈরি করেছে।’

বিএনপির কর্মসূচিতে সরকার বাধা অব্যাহত দিচ্ছি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই সেদিনও জেলাগুলোতে আমাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। অনেকগুলো জেলাতে সভা করতে দেওয়া হয় নাই।

‘পার্বত্য চট্টগ্রামে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ভাইয়ের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেদিনও কেরানীগঞ্জে নিপুণকে আহত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

সরকারের সুর নরম হয়েছে: ফখরুল

আপডেট সময় : ১০:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভিসা নীতির কারনে সরকারের সুর নরম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও যারা ঔদ্ধত্য দেখিয়েছে তাঁদের সুর এখন বদলে গেছে। তারা সুর পাল্টে বলছে আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান হতে পারে।

‘বলে না যে, ভাবে এক হয় আরেক। কত লাফালাফি কয়েকদিন আগেও তাই না? কি লাফালাফি! এখন লাফালাফি কমে এসেছে। সুর নিচের দিকে নেমে এসেছে। এখন কথা বলা হচ্ছে, সংঘাত তো চাই না, আলাপ-আলোচনার মধ্য দিয়েই তো করতে হবে। আমরা তো বাধা দিচ্ছি না। বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ার ক্ষমতার বদল চায়। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন চায়।’

গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানান। এতে বলা হয়, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় এমন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।

আওয়ামী লীগ নেতাদের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।’

একই দিন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে তারা বলেছে যে- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক সেটিই তারা চায়।

‘অর্থাৎ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের সমর্থন পায়নি, বিশ্বব্যাপী কারো সমর্থন পায়নি। সুতরাং বিএনপির অন্তত আন্তর্জাতিক অঙ্গণে এটি নিয়ে আর বলার সুযোগ নেই । ফলে এই ভিসা নীতি তাদের ওপর বিরাট চাপ তৈরি করেছে।’

বিএনপির কর্মসূচিতে সরকার বাধা অব্যাহত দিচ্ছি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই সেদিনও জেলাগুলোতে আমাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। অনেকগুলো জেলাতে সভা করতে দেওয়া হয় নাই।

‘পার্বত্য চট্টগ্রামে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ভাইয়ের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেদিনও কেরানীগঞ্জে নিপুণকে আহত করা হয়েছে।’