ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের ধোঁকাবাজিতে পা দেবে না বিএনপি: ড. আবদুল মঈন খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘কে এমপি হবেন এটা বড় কথা নয়, আগে আসুন তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসি। দিনের ভোট রাতে করে মানুষের ঘাড়ে চেপে বসেছে এ ফ্যাসিস্ট সরকার। আগে তাদের বিদায়ের প্রস্তুতি নিতে হবে। অঙ্গীকার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আওয়ামী লীগের ধোঁকাবাজি বুঝে ফেলেছে বিএনপি। আর তাদের ধোঁকাবাজিতে পা দিবে না বিএনপি। আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গর্বিত সন্তান মওদুদ আহমদকে এক দিনের জন্য বাড়ি থেকে বের হতে দেয়নি এ সরকার। এমনকি গাড়ির গ্লাস নামিয়ে জনগণের সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে, এ সরকারের ধোঁকাবাজিতে আমরা আর পা দেবো না। এমনকি তাদের অধীনে নির্বাচনে যাব না।’

সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সরকারের ধোঁকাবাজিতে পা দেবে না বিএনপি: ড. আবদুল মঈন খান

আপডেট সময় : ১০:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘কে এমপি হবেন এটা বড় কথা নয়, আগে আসুন তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসি। দিনের ভোট রাতে করে মানুষের ঘাড়ে চেপে বসেছে এ ফ্যাসিস্ট সরকার। আগে তাদের বিদায়ের প্রস্তুতি নিতে হবে। অঙ্গীকার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আওয়ামী লীগের ধোঁকাবাজি বুঝে ফেলেছে বিএনপি। আর তাদের ধোঁকাবাজিতে পা দিবে না বিএনপি। আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গর্বিত সন্তান মওদুদ আহমদকে এক দিনের জন্য বাড়ি থেকে বের হতে দেয়নি এ সরকার। এমনকি গাড়ির গ্লাস নামিয়ে জনগণের সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে, এ সরকারের ধোঁকাবাজিতে আমরা আর পা দেবো না। এমনকি তাদের অধীনে নির্বাচনে যাব না।’

সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. হানিফ প্রমুখ।