ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংসদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মতবিনিময় করেন।

একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেওয়ার পর রাষ্ট্রপতি সাংবাদিক লাউঞ্জে যান। বিকেল ৫টায় গিয়ে সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি।

এর পরে তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এসময় তিনি স্পিকার থাকায় অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন।

এসময় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, কোষাধ্যক্ষ সিরাজুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেবেন আবদুল হামিদ।

এদিকে রাষ্ট্রপতি আসবেন বলে এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রত্যেক সাংবাদিক ও আসা ব্যক্তিদের তল্লাশি করা হয়। এসময় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও আতিউর রহমান আতিক এবং সংসদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সংসদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মতবিনিময় করেন।

একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেওয়ার পর রাষ্ট্রপতি সাংবাদিক লাউঞ্জে যান। বিকেল ৫টায় গিয়ে সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি।

এর পরে তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এসময় তিনি স্পিকার থাকায় অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন।

এসময় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, কোষাধ্যক্ষ সিরাজুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেবেন আবদুল হামিদ।

এদিকে রাষ্ট্রপতি আসবেন বলে এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রত্যেক সাংবাদিক ও আসা ব্যক্তিদের তল্লাশি করা হয়। এসময় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও আতিউর রহমান আতিক এবং সংসদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।