ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুলাইয়ে ব্রাজিল সফর করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জুলাইয়ে জি টোয়েন্টি সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলাধুলা, নিরাপত্তা, কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফারনান্দ ফেরেস।

কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব টকে অংশ নিয়ে তিনি এসব কথা জানান। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। ঢাকাতে ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে ব্রাজিলের।

রাষ্ট্রদূত জানান, অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। বাংলাদেশে এখনো কোনো বিনিয়োগ না থাকলেও শিগগিরই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে। বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাত। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। বিশ্বের অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনেই ব্রাজিল চলবে। ফলে আইপিএস কিংবা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে ব্রাজিল সফর করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আগামী জুলাইয়ে জি টোয়েন্টি সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলাধুলা, নিরাপত্তা, কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফারনান্দ ফেরেস।

কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব টকে অংশ নিয়ে তিনি এসব কথা জানান। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। ঢাকাতে ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে ব্রাজিলের।

রাষ্ট্রদূত জানান, অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। বাংলাদেশে এখনো কোনো বিনিয়োগ না থাকলেও শিগগিরই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে। বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাত। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। বিশ্বের অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনেই ব্রাজিল চলবে। ফলে আইপিএস কিংবা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের।