ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় নারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় কাজলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরো দুই নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের (উত্তর উত্তরসুর) পপি বেগম(২৫), লিমন মিয়া(৭), চকগাঁও গ্রামের মিলন বেগম(৪০)। নিহত কাজলী বেগম উত্তরসুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অকিল বলেন, বাড়িতে আসা মেহমানকে গাড়িতে তুলে দিতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তারা। শ্রীমঙ্গলের দিক থেকে দ্রুত গতিতে আসছিলো একটি ট্রাক, আর ভুনবীর চৌমুহনার দিক থেকে আসছি একটি মোটরসাইকেল। ট্রাক চালক মোটরসাইকেলকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে অন্যপাশের রাস্তার পাশে ড্রেনে ঢুকে পড়ে আটকে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান কাজলী বেগম। বাকীরা আহত হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
নিহতের স্বজন আল ইব্রাহিম বলেন, আহত তিনজনের মধ্যে পপি বেগম ও লিমন মিয়া নিহত কাজলীর মেয়ে ও নাতি আর মিলন বেগম তাদের আত্মীয়। তিনি তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাকে গাড়িতে তুলে দিতেই এই দুর্ঘটনার শিকার হন। আহত পপি বেগম ও লিমন বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ মিলন বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথভাবে কাজ করে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ রাকিব বিন ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় এনে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।
বা/খ; জই

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় নারী নিহত

আপডেট সময় : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় কাজলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরো দুই নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের (উত্তর উত্তরসুর) পপি বেগম(২৫), লিমন মিয়া(৭), চকগাঁও গ্রামের মিলন বেগম(৪০)। নিহত কাজলী বেগম উত্তরসুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অকিল বলেন, বাড়িতে আসা মেহমানকে গাড়িতে তুলে দিতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তারা। শ্রীমঙ্গলের দিক থেকে দ্রুত গতিতে আসছিলো একটি ট্রাক, আর ভুনবীর চৌমুহনার দিক থেকে আসছি একটি মোটরসাইকেল। ট্রাক চালক মোটরসাইকেলকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে অন্যপাশের রাস্তার পাশে ড্রেনে ঢুকে পড়ে আটকে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান কাজলী বেগম। বাকীরা আহত হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
নিহতের স্বজন আল ইব্রাহিম বলেন, আহত তিনজনের মধ্যে পপি বেগম ও লিমন মিয়া নিহত কাজলীর মেয়ে ও নাতি আর মিলন বেগম তাদের আত্মীয়। তিনি তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাকে গাড়িতে তুলে দিতেই এই দুর্ঘটনার শিকার হন। আহত পপি বেগম ও লিমন বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ মিলন বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথভাবে কাজ করে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ রাকিব বিন ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় এনে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।
বা/খ; জই