ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে গমের বাম্পার ফলনে চাষীদের চোখে সোনালী স্বপ্ন!

মোঃ শামছুর রহমান শিশির ও জাহিদ হাসান
  • আপডেট সময় : ০৬:৫৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৬৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমে সিরাজগঞ্জের শাহজাদপুরে গমের বাম্পার ফলন হয়েছে। যমুনা ও করতোয়া নদী বিধৌত শাহজাদপুরের বিভিন্ন স্থানে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে যেমন ফুটেছে হাঁসি, তেমনি তারা চোখেও দেখছেন সোনালী স্বপ্ন !

গমচাষীসহ এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছসহ গমের শীষ পেঁকে সোনালী রঙ ধারণ করেছে। সোনালী আভায় ঢেকে গেছে ফসলের মাঠ। যেন চারদিকে গমের সেই সোনালী রঙে নয়ন জুড়ানো দৃশ্যপট এখন ফসলের মাঠে। হলুদ ও সোনালী রঙে সাজিয়ে তুলেছে প্রকৃতির রূপকে। ইতিমধ্যেই মাঠে মাঠে শুরু হয়েছে গম কাটার কাজ। গম কাটা, শিষ থেকে গম ছাড়ানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন গমচাষীরা। বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। যমুনা পাড়ের বিনোটিয়া, কাশিপুর, কৈজুরী, লোহিন্দাকান্দি, ভাটপাড়া, গুধিবাড়ী, জামিরতা, করতোয়া পাড়ের নরিনা, চরবাতিয়া, নুরালনগর, চর নারুয়া, শিবরামপুর এলাকায় বালু মাটিতে গমের ভাল ফলন লক্ষ্য করা গেছে। বর্তমান বাজারে প্রতি মণ গম ১ হাজার ৪শ’ টাকা থেকে ১ হাজার ৪শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি মণ গম ১ হাজার ৫শ’ থেকে ১ হাজার ৫শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এ বছর গমে একটু বেশি লাভ হবে বলে কৃষকেরা আশা প্রকাশ করেছেন।

উপজেলার পার-জামিরতা এলাকার বেশ কয়েকজন গমচাষী জানান, গম চাষে খরচ কম। ভাল দাম ও ফলন ভাল হওয়ায় গম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। গম চাষে তেমন বাড়তি সার, কীটনাষক প্রয়োগ করতে হয়না। গম বিক্রির পর গমের আটি বিক্রি করেও বেশ টাকা আসে।

শাহজাদপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শাহজাদপুরে প্রতি বছর যমুনা পাড়ের কৃষকরা বালু মাটিতে গম চাষ করে থাকেন । চলতি মৌসুমেও গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন করতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নানা ভাবে পরামর্শ দেয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে গমের বাম্পার ফলনে চাষীদের চোখে সোনালী স্বপ্ন!

আপডেট সময় : ০৬:৫৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চলতি মৌসুমে সিরাজগঞ্জের শাহজাদপুরে গমের বাম্পার ফলন হয়েছে। যমুনা ও করতোয়া নদী বিধৌত শাহজাদপুরের বিভিন্ন স্থানে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে যেমন ফুটেছে হাঁসি, তেমনি তারা চোখেও দেখছেন সোনালী স্বপ্ন !

গমচাষীসহ এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছসহ গমের শীষ পেঁকে সোনালী রঙ ধারণ করেছে। সোনালী আভায় ঢেকে গেছে ফসলের মাঠ। যেন চারদিকে গমের সেই সোনালী রঙে নয়ন জুড়ানো দৃশ্যপট এখন ফসলের মাঠে। হলুদ ও সোনালী রঙে সাজিয়ে তুলেছে প্রকৃতির রূপকে। ইতিমধ্যেই মাঠে মাঠে শুরু হয়েছে গম কাটার কাজ। গম কাটা, শিষ থেকে গম ছাড়ানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন গমচাষীরা। বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। যমুনা পাড়ের বিনোটিয়া, কাশিপুর, কৈজুরী, লোহিন্দাকান্দি, ভাটপাড়া, গুধিবাড়ী, জামিরতা, করতোয়া পাড়ের নরিনা, চরবাতিয়া, নুরালনগর, চর নারুয়া, শিবরামপুর এলাকায় বালু মাটিতে গমের ভাল ফলন লক্ষ্য করা গেছে। বর্তমান বাজারে প্রতি মণ গম ১ হাজার ৪শ’ টাকা থেকে ১ হাজার ৪শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি মণ গম ১ হাজার ৫শ’ থেকে ১ হাজার ৫শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এ বছর গমে একটু বেশি লাভ হবে বলে কৃষকেরা আশা প্রকাশ করেছেন।

উপজেলার পার-জামিরতা এলাকার বেশ কয়েকজন গমচাষী জানান, গম চাষে খরচ কম। ভাল দাম ও ফলন ভাল হওয়ায় গম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। গম চাষে তেমন বাড়তি সার, কীটনাষক প্রয়োগ করতে হয়না। গম বিক্রির পর গমের আটি বিক্রি করেও বেশ টাকা আসে।

শাহজাদপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শাহজাদপুরে প্রতি বছর যমুনা পাড়ের কৃষকরা বালু মাটিতে গম চাষ করে থাকেন । চলতি মৌসুমেও গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন করতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নানা ভাবে পরামর্শ দেয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।