ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিমেক নিয়ে আমার আপত্তি নেই : ইয়োহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

একটি গান দিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ইউটিউবে এখনো সর্বোচ্চবার দেখার রেকর্ড। সকলের মুখে মুখে এখনো তাঁর সেই গান। বলছি শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির কথা।

‘মানিকে ম্যাগে হিথে’ দিয়ে তাৎক্ষণিক খ্যাতি অর্জন করেছেন ইয়োহানি, যা বর্তমানে ইউটিউবে ২০০ মিলিয়নেরও বেশি ভিউ ধারণ করেছে। এমনকি বলিউডের চলচ্চিত্রেও গানটি জায়গা করে নিয়েছে। সম্প্রতি অজয় দেবগন অভিনীত ‘থ্যাংক গড’ চলচ্চিত্রে নতুন আঙ্গিকে উপস্থান করা হয়েছে গানটি। গানে পর্দায় দেখা গেছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ফাতেহিকে।

নতুন করে গানটি উপস্থাপনের বিষয়ে সম্প্রতি ইয়োহানির মতামত চাওয়া হয়। গানের রিমেক বা নতুনীকরণ সম্পর্কে জানতে চাইলে গায়িকা বলেন, রিমেক নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। তিনি রিমেকের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়োহানি বলেন, আমার গান রিমেক হয়েছে, এটা ভালো বিষয়। আমি মনে করি তরুণ প্রজন্মকে পুরনো গান শোনানোর জন্য এটি একটি ভালো উপায়। অন্যথায় তারা জানত না যে এমন গান রয়েছে। সব গান শোনার অভিজ্ঞতা সবার নাও থাকতে পারে। এটি বিষয়ভিত্তিক ব্যাপার।

২৯ বছর বয়সী গায়িকা আরো বলেন, আমার গান রিমেক হয়েছে, এতে আমি খুশি। কারণ আমার শ্রোতাদের একটি নতুন সংস্করণের সাথে যুক্ত করেছে এই গানটি। নতুন শ্রোতারা শুনছেন। আমি খুবই কৃতজ্ঞ যে শুধু একটি হোম কভার থেকে গানটি এখন একটি বলিউড ফিল্মে! আমি আরো হিন্দি গানে কাজ করছি।

ইয়োহানি নিজের সংগীত ক্যারিয়ারের জন্য বর্তমানে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়েছেন। ‘মানিকে ম্যাগে হিথে’র পর রাতারাতি তিনি যে খ্যাতি অর্জন করেছেন, তা এককথায় বিস্ময়কর!

গায়িকার জীবন পুরোপুরি বদলে গেছে একটি গান দিয়েই। তিনি বলেছেন যে হিন্দি ইন্ডাস্ট্রি স্বাগত জানিয়েছে তাঁকে। এখন নিজের বাড়ির লোকদেরও এতটা মিস করেন না তিনি, কারণ মুম্বাইয়ের লোকেরা সুন্দর আচরণ করছে তাঁর সাথে। যদিও মুম্বাইয়ে ট্র্যাফিক কিছুটা সমস্যা, তবে মুম্বাইয়ের খাবার আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন গায়িকা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

রিমেক নিয়ে আমার আপত্তি নেই : ইয়োহানি

আপডেট সময় : ০৯:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : 

একটি গান দিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ইউটিউবে এখনো সর্বোচ্চবার দেখার রেকর্ড। সকলের মুখে মুখে এখনো তাঁর সেই গান। বলছি শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির কথা।

‘মানিকে ম্যাগে হিথে’ দিয়ে তাৎক্ষণিক খ্যাতি অর্জন করেছেন ইয়োহানি, যা বর্তমানে ইউটিউবে ২০০ মিলিয়নেরও বেশি ভিউ ধারণ করেছে। এমনকি বলিউডের চলচ্চিত্রেও গানটি জায়গা করে নিয়েছে। সম্প্রতি অজয় দেবগন অভিনীত ‘থ্যাংক গড’ চলচ্চিত্রে নতুন আঙ্গিকে উপস্থান করা হয়েছে গানটি। গানে পর্দায় দেখা গেছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ফাতেহিকে।

নতুন করে গানটি উপস্থাপনের বিষয়ে সম্প্রতি ইয়োহানির মতামত চাওয়া হয়। গানের রিমেক বা নতুনীকরণ সম্পর্কে জানতে চাইলে গায়িকা বলেন, রিমেক নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। তিনি রিমেকের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়োহানি বলেন, আমার গান রিমেক হয়েছে, এটা ভালো বিষয়। আমি মনে করি তরুণ প্রজন্মকে পুরনো গান শোনানোর জন্য এটি একটি ভালো উপায়। অন্যথায় তারা জানত না যে এমন গান রয়েছে। সব গান শোনার অভিজ্ঞতা সবার নাও থাকতে পারে। এটি বিষয়ভিত্তিক ব্যাপার।

২৯ বছর বয়সী গায়িকা আরো বলেন, আমার গান রিমেক হয়েছে, এতে আমি খুশি। কারণ আমার শ্রোতাদের একটি নতুন সংস্করণের সাথে যুক্ত করেছে এই গানটি। নতুন শ্রোতারা শুনছেন। আমি খুবই কৃতজ্ঞ যে শুধু একটি হোম কভার থেকে গানটি এখন একটি বলিউড ফিল্মে! আমি আরো হিন্দি গানে কাজ করছি।

ইয়োহানি নিজের সংগীত ক্যারিয়ারের জন্য বর্তমানে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়েছেন। ‘মানিকে ম্যাগে হিথে’র পর রাতারাতি তিনি যে খ্যাতি অর্জন করেছেন, তা এককথায় বিস্ময়কর!

গায়িকার জীবন পুরোপুরি বদলে গেছে একটি গান দিয়েই। তিনি বলেছেন যে হিন্দি ইন্ডাস্ট্রি স্বাগত জানিয়েছে তাঁকে। এখন নিজের বাড়ির লোকদেরও এতটা মিস করেন না তিনি, কারণ মুম্বাইয়ের লোকেরা সুন্দর আচরণ করছে তাঁর সাথে। যদিও মুম্বাইয়ে ট্র্যাফিক কিছুটা সমস্যা, তবে মুম্বাইয়ের খাবার আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন গায়িকা। সূত্র : হিন্দুস্তান টাইমস।