ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাঙ্গাবালীর খালে প্রাকটিস ডামি টর্পোডোর সন্ধান

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ৪২৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর জাহাজমারা সমুদ্র সৈকতের কাছে ভাঙ্গার খালে আজ দুপুরে স্থানীয়রা টর্পোডো সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকেল ৪-৩০ মিনিটের দিকে জানান,খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন, ইতোমধ্যে আন্ধার মানিক কোস্টগার্ড ঘটনান্থলে এসে পৌছেছে হয়েছে, শেরে বাংলা নৌ-ঘাটি থেকে তারা আসলে এটির বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত হবে।

পায়রাবন্দর সংলগ্ন আন্ধার মানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মো: নেছারুল ইসলাম জানান, খবর পেয়ে তারা তিনটার দিকে ঘটনাস্থলে আসেন, এটি নদীর কাছে ভাসমান অবস্থায় ছিল স্থানীয় লোকজন এটিকে রশি দিয়ে টেনে খালের মধ্যে নিয়ে আসেন।

এদিকে সন্ধ্যার পর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলালউদ্দিন, বানৌজ শেরেবাংলা নৌঘাটির সাব লেফটেন্যান্ট আ: আলিমের বরাত দিয়ে তিনি জানান, সাবমেরিন ধ্বংসের কাজে যে মূল টর্পোডো ব্যবহার করা হয় এটা তার একটি প্রাকটিস ডামি টর্পোডে। এটি নিয়ে ভয়ের কিছু নেই,কালকে সকালে এখান থেকে নিয়ে যাওয়া হবে।সামনের অংশটি ডামি পরবর্তীতে এটির বিষয়ে অরোও অধিকতর তদন্ত করবেন,তবে এটি কোন দেশের তা এখোনো বলা যাচ্ছে না। রাতে এটি নৌ-বাহিনী,কোস্টগার্ড,পুলিশের যৌথ পাহারায় থাকবে ।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গাবালীর খালে প্রাকটিস ডামি টর্পোডোর সন্ধান

আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর জাহাজমারা সমুদ্র সৈকতের কাছে ভাঙ্গার খালে আজ দুপুরে স্থানীয়রা টর্পোডো সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকেল ৪-৩০ মিনিটের দিকে জানান,খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন, ইতোমধ্যে আন্ধার মানিক কোস্টগার্ড ঘটনান্থলে এসে পৌছেছে হয়েছে, শেরে বাংলা নৌ-ঘাটি থেকে তারা আসলে এটির বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত হবে।

পায়রাবন্দর সংলগ্ন আন্ধার মানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মো: নেছারুল ইসলাম জানান, খবর পেয়ে তারা তিনটার দিকে ঘটনাস্থলে আসেন, এটি নদীর কাছে ভাসমান অবস্থায় ছিল স্থানীয় লোকজন এটিকে রশি দিয়ে টেনে খালের মধ্যে নিয়ে আসেন।

এদিকে সন্ধ্যার পর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলালউদ্দিন, বানৌজ শেরেবাংলা নৌঘাটির সাব লেফটেন্যান্ট আ: আলিমের বরাত দিয়ে তিনি জানান, সাবমেরিন ধ্বংসের কাজে যে মূল টর্পোডো ব্যবহার করা হয় এটা তার একটি প্রাকটিস ডামি টর্পোডে। এটি নিয়ে ভয়ের কিছু নেই,কালকে সকালে এখান থেকে নিয়ে যাওয়া হবে।সামনের অংশটি ডামি পরবর্তীতে এটির বিষয়ে অরোও অধিকতর তদন্ত করবেন,তবে এটি কোন দেশের তা এখোনো বলা যাচ্ছে না। রাতে এটি নৌ-বাহিনী,কোস্টগার্ড,পুলিশের যৌথ পাহারায় থাকবে ।