ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধিমালা না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে : রাশেদা সুলতানা

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধি মানা না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কোন প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোন কর্মকর্তা অনিয়ম করলে এবং তা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আজ ২৭ মে সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও অংশী জনের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে অপরাধের প্রবণতা কমে যাবে। এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সোচ্চার।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে তাদের কোন ভূমিকা নেই।কোন রাজনৈতিক দল অংশগ্রহন না করলে তাদের কিছুই করার নাই। এর আগে আমরা দেশের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। কেউ কেউ আমাদের ডাকে সাড়া দেয় নাই।নির্বাচন কমিশন জোড় করে কোন রাজনৈতিক দলকে নির্বাচনী মাঠে আনার ক্ষমতা রাখে না।তবে আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রর্থীদের ভূমিকা রাখার সুযোগ আছে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ শাহ ইফতেখার আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম,জেলার ১৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,সহকারী পুলিশ সুপার, উপজেলা র্বাচন অফিসার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রার্থীসহ স্থানীয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

উল্লেখ্য যে, ষষ্ঠ ধাপে দিনাজপুরের সদর উপজেলা, চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলায় আগামী ২৯ শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধিমালা না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে : রাশেদা সুলতানা

আপডেট সময় : ০২:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধি মানা না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কোন প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোন কর্মকর্তা অনিয়ম করলে এবং তা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আজ ২৭ মে সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও অংশী জনের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে অপরাধের প্রবণতা কমে যাবে। এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সোচ্চার।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে তাদের কোন ভূমিকা নেই।কোন রাজনৈতিক দল অংশগ্রহন না করলে তাদের কিছুই করার নাই। এর আগে আমরা দেশের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। কেউ কেউ আমাদের ডাকে সাড়া দেয় নাই।নির্বাচন কমিশন জোড় করে কোন রাজনৈতিক দলকে নির্বাচনী মাঠে আনার ক্ষমতা রাখে না।তবে আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রর্থীদের ভূমিকা রাখার সুযোগ আছে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ শাহ ইফতেখার আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম,জেলার ১৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,সহকারী পুলিশ সুপার, উপজেলা র্বাচন অফিসার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রার্থীসহ স্থানীয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

উল্লেখ্য যে, ষষ্ঠ ধাপে দিনাজপুরের সদর উপজেলা, চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলায় আগামী ২৯ শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

 

বাখ//আর