ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোববার যে সময়ে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রিমাল’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৪২৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির গতিবেগ এখন ৫০ কিলোমিটার। এটি চারদিকে মেঘমালা সৃষ্টি করছে। গতিবেগ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

আজ ( শনিবার, ২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ রূপ নেবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল রাত ৯টা থেকে ১২টা মধ্যে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ডে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে রিমাল। উপকূলীয় সকল জেলাগুলোতে প্রভাব পড়বে। এসময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। কক্সবাজার সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ নম্বর সর্তক সংকেত নামিয়ে কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের সকল নৌ-যান কে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। উপকূলের জনমানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেও বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশেই কম বেশি বৃষ্টিপাত হবে। বরিশাল নোয়াখালীর দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে।

দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়তি সর্তকতা নেয়া হয়েছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ও ৭ লাখ টাকা করে বরাদ্দ করেছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় ৫০টি সাইক্লোন সেন্টার খোলা রাখার নির্দেশ দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

রোববার যে সময়ে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রিমাল’

আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির গতিবেগ এখন ৫০ কিলোমিটার। এটি চারদিকে মেঘমালা সৃষ্টি করছে। গতিবেগ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

আজ ( শনিবার, ২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ রূপ নেবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল রাত ৯টা থেকে ১২টা মধ্যে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ডে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে রিমাল। উপকূলীয় সকল জেলাগুলোতে প্রভাব পড়বে। এসময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। কক্সবাজার সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ নম্বর সর্তক সংকেত নামিয়ে কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের সকল নৌ-যান কে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। উপকূলের জনমানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেও বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশেই কম বেশি বৃষ্টিপাত হবে। বরিশাল নোয়াখালীর দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে।

দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়তি সর্তকতা নেয়া হয়েছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ও ৭ লাখ টাকা করে বরাদ্দ করেছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় ৫০টি সাইক্লোন সেন্টার খোলা রাখার নির্দেশ দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন।