ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাউজানে ধান মড়াইকল উল্টে নিহত ১, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান হলদিয়া ভিলেজ সড়কে ধান মাড়াইকল উল্টে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ২টায় গর্জনীয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদের বিল্ডিং এর সামনের মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে চালক অক্ষত থাকলেও সুমন নামে একজন বুধবার ভোর ৬টায় চমেকে মারা যায়।
জানা গেছে তারা ৫জন ধান মাড়াই কাজ শেষে উত্তর হলদিয়া থেকে তাদের গাড়িটি নিয়ে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া ক্লাবের পাশে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি দূর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, গাড়িটি দ্রুতগতি ও বেপরোয়াভাবে চালানোর কারণে দূর্ঘটনায় পড়েছে। এতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কইলাটি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে সুমন (২৫) ভোর ৬টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা গেছে, গাড়ি থেকে মেশিনের গরম পানি তার শরিরে পড়ে কোমর থেকে পা পর্যন্ত পুড়ে যায় এবং দু পা গাড়ির চাপে ভেঙ্গে গেছে। প্রথমে স্থানিয়রা আহতদের উদ্ধার করে গহিরা জেকে  হাসপাতালে নিয়ে যান। পরে তাদের প্রত্যক্ষে চমেক হাসপাতালে প্রেরণ করেন জেকের কর্তব্যরত ডাক্তার। সেখানে ভোর ৬টায় মারা যায় সুমন।
নেত্রকোণার শ্রমিক জাকির হোসেন বলেন, আহতরা হলেন মামুন (২২) পিতাঃ আরজ আলী তালুকদার, গ্রাম নকতি পাড়া,
রিদয় (২২) পিতাঃ মুঃ আবদুল হেকিম হাফানিয়া ৩নম্বর ওয়ার্ড। মুহাম্মদ আলী রাজ (১৭) পিতা আবদুর রাজ্জাক, গ্রাম নকতি পাড়া ৬ নম্বর ওয়ার্ড উভয়ের উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোণা। অক্ষত ড্রাইভার মুহাম্মদ দেলোয়ার হোসেন পিতাঃ জালাল, গ্রামঃ নকতি পাড়া ৬ নম্বর ওয়ার্ড, উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোণা।
জানা গেছে, আহত নিহত সকলেই একই ইউনিয়নের বাসিন্দা। তারা গত ১৫ দিন আগে মাঝি আবুল কালামের মাধ্যমে ধান মাড়াইয়ে মাসিক বেতনে কাজে যোগ দিয়েছিল। মাঝির ৩টি গাড়িতে ঐ এলাকার ২০জন শ্রমিক কাজ করে।
এদিকে হলদিয়া ভিলেজ সড়কটিতে প্রতিদিন বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ করেছেন স্থানিয়রা।
বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

রাউজানে ধান মড়াইকল উল্টে নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান হলদিয়া ভিলেজ সড়কে ধান মাড়াইকল উল্টে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ২টায় গর্জনীয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদের বিল্ডিং এর সামনের মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে চালক অক্ষত থাকলেও সুমন নামে একজন বুধবার ভোর ৬টায় চমেকে মারা যায়।
জানা গেছে তারা ৫জন ধান মাড়াই কাজ শেষে উত্তর হলদিয়া থেকে তাদের গাড়িটি নিয়ে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া ক্লাবের পাশে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি দূর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, গাড়িটি দ্রুতগতি ও বেপরোয়াভাবে চালানোর কারণে দূর্ঘটনায় পড়েছে। এতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কইলাটি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে সুমন (২৫) ভোর ৬টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা গেছে, গাড়ি থেকে মেশিনের গরম পানি তার শরিরে পড়ে কোমর থেকে পা পর্যন্ত পুড়ে যায় এবং দু পা গাড়ির চাপে ভেঙ্গে গেছে। প্রথমে স্থানিয়রা আহতদের উদ্ধার করে গহিরা জেকে  হাসপাতালে নিয়ে যান। পরে তাদের প্রত্যক্ষে চমেক হাসপাতালে প্রেরণ করেন জেকের কর্তব্যরত ডাক্তার। সেখানে ভোর ৬টায় মারা যায় সুমন।
নেত্রকোণার শ্রমিক জাকির হোসেন বলেন, আহতরা হলেন মামুন (২২) পিতাঃ আরজ আলী তালুকদার, গ্রাম নকতি পাড়া,
রিদয় (২২) পিতাঃ মুঃ আবদুল হেকিম হাফানিয়া ৩নম্বর ওয়ার্ড। মুহাম্মদ আলী রাজ (১৭) পিতা আবদুর রাজ্জাক, গ্রাম নকতি পাড়া ৬ নম্বর ওয়ার্ড উভয়ের উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোণা। অক্ষত ড্রাইভার মুহাম্মদ দেলোয়ার হোসেন পিতাঃ জালাল, গ্রামঃ নকতি পাড়া ৬ নম্বর ওয়ার্ড, উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোণা।
জানা গেছে, আহত নিহত সকলেই একই ইউনিয়নের বাসিন্দা। তারা গত ১৫ দিন আগে মাঝি আবুল কালামের মাধ্যমে ধান মাড়াইয়ে মাসিক বেতনে কাজে যোগ দিয়েছিল। মাঝির ৩টি গাড়িতে ঐ এলাকার ২০জন শ্রমিক কাজ করে।
এদিকে হলদিয়া ভিলেজ সড়কটিতে প্রতিদিন বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ করেছেন স্থানিয়রা।
বা/খ:জই