ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ৩ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি //  

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মারপিটে নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন বাশবাড়িয়া গ্রামের সালাউদ্দিন শিকদার (৩৮), তার স্ত্রী তাছলিমা খানম (৩২), চাচাতো বোন রুবিনা খানম (৩৬)। এদেরকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় রুবিনা বেগম বাদী হয়ে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ মারপিটের ঘটনা ঘটে। মোফাজ্জেল শিকদার ও তার লোকজন বড় ভাই সরোয়ার শিকদারের ছেলে সালাউদ্দিন, তার স্ত্রী তাছলিমা খানম, চাচাতো বোন রুবিনা খানমসহ কয়েকজনকে মারপিট করে।

হাসপাতালে চিকিৎসাধীন সালাউদ্দিন শিকদার বলেন, তার চাচা মোফাজ্জেল শিকদার অংশ হিসেবে যা দাদার পৈত্রিক জমি পাবেন তার চেয়ে বেশি জমি দখল করে আছে। এ বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচা ও তার লোকজন আমাদের ওপর হামলা করে। এই হামলার ঘটনা আড়াল করার জন্য বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মিথ্যা অভিযোগ করেন চাচা মোফাজ্জেল শিকদার।

অপরদিকে পাল্টা মারপিটের অভিযোগ তুলে মোফাজ্জেল শিকদার বলেন, সরোয়ার ও তার লোকজন অন্যায়ভাবে আমার স্ত্রী নাজমা বেগমকে (৪৫) মারপিট করেছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ৩ 

আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

// এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি //  

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মারপিটে নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন বাশবাড়িয়া গ্রামের সালাউদ্দিন শিকদার (৩৮), তার স্ত্রী তাছলিমা খানম (৩২), চাচাতো বোন রুবিনা খানম (৩৬)। এদেরকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় রুবিনা বেগম বাদী হয়ে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ মারপিটের ঘটনা ঘটে। মোফাজ্জেল শিকদার ও তার লোকজন বড় ভাই সরোয়ার শিকদারের ছেলে সালাউদ্দিন, তার স্ত্রী তাছলিমা খানম, চাচাতো বোন রুবিনা খানমসহ কয়েকজনকে মারপিট করে।

হাসপাতালে চিকিৎসাধীন সালাউদ্দিন শিকদার বলেন, তার চাচা মোফাজ্জেল শিকদার অংশ হিসেবে যা দাদার পৈত্রিক জমি পাবেন তার চেয়ে বেশি জমি দখল করে আছে। এ বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচা ও তার লোকজন আমাদের ওপর হামলা করে। এই হামলার ঘটনা আড়াল করার জন্য বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মিথ্যা অভিযোগ করেন চাচা মোফাজ্জেল শিকদার।

অপরদিকে পাল্টা মারপিটের অভিযোগ তুলে মোফাজ্জেল শিকদার বলেন, সরোয়ার ও তার লোকজন অন্যায়ভাবে আমার স্ত্রী নাজমা বেগমকে (৪৫) মারপিট করেছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।