ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কড়া প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সীমান্তে একাধিকবার গোলাবারুদ ও মাইন বিস্ফোরণের ঘটনায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে সহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের মহাপরিচালক মো. নাজমুল হুদা রাষ্ট্রদূত‌কে তলব ক‌রেন। সেখানে আধা ঘণ্টা ছিলেন তিনি। আলোচনা শেষে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক ডেস্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা।

বাংলাদেশ সীমান্তের ওপারে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাদের। এ লড়াইয়ের মধ্যে মিয়ানমার সেনাদের ছোড়া বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

সর্বশেষ শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।

এর আগে বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়, কিন্তু এরপরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে।

শুক্রবার বান্দরবানের তমব্রু সীমান্তের শূন্য রেখায় মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারে এক রোহিঙ্গা ও কয়েকজন বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় উত্তেজনার মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কড়া প্রতিবাদ

আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ সীমান্তে একাধিকবার গোলাবারুদ ও মাইন বিস্ফোরণের ঘটনায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে সহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের মহাপরিচালক মো. নাজমুল হুদা রাষ্ট্রদূত‌কে তলব ক‌রেন। সেখানে আধা ঘণ্টা ছিলেন তিনি। আলোচনা শেষে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক ডেস্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা।

বাংলাদেশ সীমান্তের ওপারে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাদের। এ লড়াইয়ের মধ্যে মিয়ানমার সেনাদের ছোড়া বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

সর্বশেষ শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।

এর আগে বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়, কিন্তু এরপরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে।

শুক্রবার বান্দরবানের তমব্রু সীমান্তের শূন্য রেখায় মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারে এক রোহিঙ্গা ও কয়েকজন বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় উত্তেজনার মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়।