ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে বিএনপি : আমু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : 
বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। আর আওয়ামী লীগের সমাবেশ তো পরের কথা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আজকে মহাসমাবেশ করে কেউ যদি মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপরে পানির মতো একটি সংগঠন, সে ধারণা ভুল। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা দেয়া হচ্ছে, তার বর্ণনা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। এছাড়া মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে বিএনপি : আমু

আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

ঝালকাঠি প্রতিনিধি : 
বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। আর আওয়ামী লীগের সমাবেশ তো পরের কথা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আজকে মহাসমাবেশ করে কেউ যদি মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপরে পানির মতো একটি সংগঠন, সে ধারণা ভুল। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা দেয়া হচ্ছে, তার বর্ণনা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। এছাড়া মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।