ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ৪৮৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফয়সাল হক, চিলমারীঃ
মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন মা সায়েজান বেগম। প্রায় ২০বছর আগে স্বামী সাইবুদ্দিকে হারিয়েছেন তিনি। বর্তমানে রেললাইনের ধারে এলাকাবাসীর চাঁদার টাকায় ৩শতাংশ জায়গায় ভাঙা ঝুপড়ি ঘরে থাকছেন । তবে সামনে বৃষ্টিবাদলের দিনে ভাঙা ঘরে থাকাবেন কিভাবে সেটিও রয়েছে অনিশ্চত।
কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ইউনিয়নের বিজয়নগর (ছোট কুষ্টারী) এলাকায় মানসিক ভারসাম্যহীন বড় ছেলেকে সঙে নিয়ে রেললাইনের পাশে ৩শতক জায়গায় ঘরে করে থাকছেন সায়েজান বেগম। দুই ছেলে থাকলেও ছোট ছেলে ঢাকায় থাকেন তার স্ত্রীকে নিয়ে। তবে ছোট ছেলের বৌ ও মানসিক ভারসাম্যহীন। মায়ের সাথে নেই তাদের কোনো যোগাযোগ। দেয় না কোনো ভরণপোষণ। বড় ছেলেকে নিয়ে বর্তমানে পড়েছেন বিপাকে মা সায়েজান। জায়গা থাকলেও থাকার জন্য নেই ভালো ঘর। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এমনকি ওই বাড়িতে নেই পায়খানায়। অর্থের অভাবে নিতে পারেনি বিদ্যুৎ সংযোগও। এত সব সমস্যার মাঝে সায়েজান বেগম পড়েছেন বিপাকে।
এদিকে, সায়েজান প্রায়দিনই কাজের সন্ধানে ছুঁটে যান চরাঞ্চলে। যেদিন কাজ মেলে সেদিন পান মজুরী। আর তাই দিয়েই চলে তার সংসার। তবে তিনি জানান, সরকারের দেয়া বয়স্কভাতার টাকা পান তিনি। বর্তমানে সেই টাকা দিয়ে চলতে দেখা দেয় নানা ধরণের সমস্যা। সায়েজান বেগম বলেন, কাজ করে যা পায় তাই দিয়ে দিন চলে কোনো রকমে। তবে নতুন ঘর কিংবা পায়খানা স্থাপনের ব্যবস্থা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষের টাকা দিয়ে আমাকে এই জায়গা কিনে দিছে। সরকারে দেয়া ঘর পেলে হয়তো মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে মাথা গুজার ঠাই হতো।
তিনি বলেন, টিউবওয়েল নষ্ট হয়েছে কিন্তু ঠিক করার সার্মথ্য না থাকায় ওই এলাকার রনি নামে এক যুবক এক মাধ্যমে মিস্ত্রি ডেকে ঠিক করে দিয়েছে। সামনে ঝড় তুফানের দিন আসছে ভাঙা ঘরে ছেলে-বৌকে নিয়ে কিভাবে থাকবো? এত মানুষ ঘর পাইলো আমারে কেউ একটা ঘরের ব্যবস্থা করে দেন?
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে মা

আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
ফয়সাল হক, চিলমারীঃ
মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন মা সায়েজান বেগম। প্রায় ২০বছর আগে স্বামী সাইবুদ্দিকে হারিয়েছেন তিনি। বর্তমানে রেললাইনের ধারে এলাকাবাসীর চাঁদার টাকায় ৩শতাংশ জায়গায় ভাঙা ঝুপড়ি ঘরে থাকছেন । তবে সামনে বৃষ্টিবাদলের দিনে ভাঙা ঘরে থাকাবেন কিভাবে সেটিও রয়েছে অনিশ্চত।
কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ইউনিয়নের বিজয়নগর (ছোট কুষ্টারী) এলাকায় মানসিক ভারসাম্যহীন বড় ছেলেকে সঙে নিয়ে রেললাইনের পাশে ৩শতক জায়গায় ঘরে করে থাকছেন সায়েজান বেগম। দুই ছেলে থাকলেও ছোট ছেলে ঢাকায় থাকেন তার স্ত্রীকে নিয়ে। তবে ছোট ছেলের বৌ ও মানসিক ভারসাম্যহীন। মায়ের সাথে নেই তাদের কোনো যোগাযোগ। দেয় না কোনো ভরণপোষণ। বড় ছেলেকে নিয়ে বর্তমানে পড়েছেন বিপাকে মা সায়েজান। জায়গা থাকলেও থাকার জন্য নেই ভালো ঘর। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এমনকি ওই বাড়িতে নেই পায়খানায়। অর্থের অভাবে নিতে পারেনি বিদ্যুৎ সংযোগও। এত সব সমস্যার মাঝে সায়েজান বেগম পড়েছেন বিপাকে।
এদিকে, সায়েজান প্রায়দিনই কাজের সন্ধানে ছুঁটে যান চরাঞ্চলে। যেদিন কাজ মেলে সেদিন পান মজুরী। আর তাই দিয়েই চলে তার সংসার। তবে তিনি জানান, সরকারের দেয়া বয়স্কভাতার টাকা পান তিনি। বর্তমানে সেই টাকা দিয়ে চলতে দেখা দেয় নানা ধরণের সমস্যা। সায়েজান বেগম বলেন, কাজ করে যা পায় তাই দিয়ে দিন চলে কোনো রকমে। তবে নতুন ঘর কিংবা পায়খানা স্থাপনের ব্যবস্থা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষের টাকা দিয়ে আমাকে এই জায়গা কিনে দিছে। সরকারে দেয়া ঘর পেলে হয়তো মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে মাথা গুজার ঠাই হতো।
তিনি বলেন, টিউবওয়েল নষ্ট হয়েছে কিন্তু ঠিক করার সার্মথ্য না থাকায় ওই এলাকার রনি নামে এক যুবক এক মাধ্যমে মিস্ত্রি ডেকে ঠিক করে দিয়েছে। সামনে ঝড় তুফানের দিন আসছে ভাঙা ঘরে ছেলে-বৌকে নিয়ে কিভাবে থাকবো? এত মানুষ ঘর পাইলো আমারে কেউ একটা ঘরের ব্যবস্থা করে দেন?
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বা/খ: এসআর।