ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিস্ফোরিত ভবনে গ্যাসের লাইন ছিল না: ফায়ার সার্ভিস ডিজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরিত ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বিস্ফোরিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি মূলত এসি বিস্ফোরণ থেকেই ঘটতে পারে। ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না। কিন্তু পানির লাইন ও পয়ঃনিষ্কাশনের লাইন ছিল।

ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ-র‌্যাব-সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলছে। এই মূহুর্তে এটা বলা সম্ভব না। তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুই শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্ফোরিত ভবনে গ্যাসের লাইন ছিল না: ফায়ার সার্ভিস ডিজি

আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরিত ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বিস্ফোরিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি মূলত এসি বিস্ফোরণ থেকেই ঘটতে পারে। ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না। কিন্তু পানির লাইন ও পয়ঃনিষ্কাশনের লাইন ছিল।

ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ-র‌্যাব-সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলছে। এই মূহুর্তে এটা বলা সম্ভব না। তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুই শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।