ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিমানে প্রকাশ্যে মহিলার গায়ে প্রস্রাব মদ্যপের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ। এয়ার ইন্ডিয়ায় এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, যে যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

এই ঘটনার পরই ওই যাত্রীকে এয়ারলাইনের ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ওই যাত্রী আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াত করতে পারবেন না। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে এই ঘটনাটি ঘটেছিল। বিমান সংস্থার তরফে বুধবার বিষয়টি জানানো হয়। এয়ার ইন্ডিয়া সংস্থার তরফে জানানো হয়েছে,

২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রী হঠাৎ উঠে দাঁড়িয়ে প্যান্টের চেইন খোলেন এবং সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেন। জানা গিয়েছে, দুইজনই বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান বছর ৭০-র মহিলা। তিনি জানান, দুপুরের খাবার খাওয়ার পর বিমানের আলো নিভিয়ে দেয়া হয়েছিল। হঠাৎ পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তি উঠে দাঁড়ান এবং তার গায়ে প্রস্রাব করে দেন। এরপরও বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন।

পরে আরেক যাত্রী তাকে মহিলার পাশ থেকে সরে যেতে বলেন। এরপরই ওই মহিলা বিমানসেবিকাদের কাছে অভিযোগ জানান। সহযাত্রী তার গায়ে প্রস্রাব করে দেয়ায় পোশাক ও সঙ্গে থাকা ব্যাগ ভিজে গিয়েছে, তাও দেখান। বিমানসেবিকারা তাকে অন্য পোশাক ও জুতো দেন এবং আসনে গিয়ে বসতে বলেন। বিমান অবতরণের পরই ওই মহিলা টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের কাছে লিখিত অভিযোগ জানান। সূত্র : টিওআই।

নিউজটি শেয়ার করুন

বিমানে প্রকাশ্যে মহিলার গায়ে প্রস্রাব মদ্যপের

আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ। এয়ার ইন্ডিয়ায় এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, যে যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

এই ঘটনার পরই ওই যাত্রীকে এয়ারলাইনের ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ওই যাত্রী আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াত করতে পারবেন না। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে এই ঘটনাটি ঘটেছিল। বিমান সংস্থার তরফে বুধবার বিষয়টি জানানো হয়। এয়ার ইন্ডিয়া সংস্থার তরফে জানানো হয়েছে,

২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রী হঠাৎ উঠে দাঁড়িয়ে প্যান্টের চেইন খোলেন এবং সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেন। জানা গিয়েছে, দুইজনই বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান বছর ৭০-র মহিলা। তিনি জানান, দুপুরের খাবার খাওয়ার পর বিমানের আলো নিভিয়ে দেয়া হয়েছিল। হঠাৎ পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তি উঠে দাঁড়ান এবং তার গায়ে প্রস্রাব করে দেন। এরপরও বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন।

পরে আরেক যাত্রী তাকে মহিলার পাশ থেকে সরে যেতে বলেন। এরপরই ওই মহিলা বিমানসেবিকাদের কাছে অভিযোগ জানান। সহযাত্রী তার গায়ে প্রস্রাব করে দেয়ায় পোশাক ও সঙ্গে থাকা ব্যাগ ভিজে গিয়েছে, তাও দেখান। বিমানসেবিকারা তাকে অন্য পোশাক ও জুতো দেন এবং আসনে গিয়ে বসতে বলেন। বিমান অবতরণের পরই ওই মহিলা টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের কাছে লিখিত অভিযোগ জানান। সূত্র : টিওআই।