ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি মানুষের পাশে থাকে না মানুষ পোড়ায়: এনামুল হক শামীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর প্রতিনিধি : 

বিএনপি মানুষের পাশে থাকে না মানুষ পোড়ায় বলে মন্তব্য করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের কার্যভার গ্রহণ ও প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পালিয়ে থেকে ভিডিও কলে বিএনপির নেতৃত্ব দেয়। আবারও জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস করে দেশে অরাজকতা করতে চায়, মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি কখনোই মানুষের পাশে না, তারা আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে। এটাই হলো বিএনপির রাজনীতি। গণবিচ্ছিন্ন-গণধিকৃত বিএনপি যদি বঙ্গবন্ধুর শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা এদেশের মানুষ ভোলে নাই। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের জাতীয় নেতাদেরকেও চুরির মামলা দিয়েছিল। তাদের নির্যাতনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। গ্রেনেড হামলা করে আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী হত্যা করেছে। আহসানউল্যাহ মাস্টার, শাহ এসএম কিবরিয়া সহ অনেক নেতাকে হত্যা করছে। তা আমরা ভুলি নাই। বিএনপি একসাথে ১৪ বছর ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কর্মীরা এই দেশে থাকতে পারতো না।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ। তার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মানবৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে। প্রকল্পের কাজ যাতে সঠিক সময়ে গুনগত মান ঠিক রেখে করা হয়, তার দিকে লক্ষ রাখতে হবে। জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে হবে।

এনামুল হক শামীম বলেন, বিএনপির মিথ্যাচার শুনতে শুনতে জনগণ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। এ ধরনায় কোনো লাভ হবে না। ক্ষমতায় যেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনেই অংশগ্রহণ করতে হবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি মানুষের পাশে থাকে না মানুষ পোড়ায়: এনামুল হক শামীম

আপডেট সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

শরীয়তপুর প্রতিনিধি : 

বিএনপি মানুষের পাশে থাকে না মানুষ পোড়ায় বলে মন্তব্য করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের কার্যভার গ্রহণ ও প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পালিয়ে থেকে ভিডিও কলে বিএনপির নেতৃত্ব দেয়। আবারও জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস করে দেশে অরাজকতা করতে চায়, মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি কখনোই মানুষের পাশে না, তারা আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে। এটাই হলো বিএনপির রাজনীতি। গণবিচ্ছিন্ন-গণধিকৃত বিএনপি যদি বঙ্গবন্ধুর শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা এদেশের মানুষ ভোলে নাই। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের জাতীয় নেতাদেরকেও চুরির মামলা দিয়েছিল। তাদের নির্যাতনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। গ্রেনেড হামলা করে আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী হত্যা করেছে। আহসানউল্যাহ মাস্টার, শাহ এসএম কিবরিয়া সহ অনেক নেতাকে হত্যা করছে। তা আমরা ভুলি নাই। বিএনপি একসাথে ১৪ বছর ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কর্মীরা এই দেশে থাকতে পারতো না।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ। তার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মানবৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে। প্রকল্পের কাজ যাতে সঠিক সময়ে গুনগত মান ঠিক রেখে করা হয়, তার দিকে লক্ষ রাখতে হবে। জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে হবে।

এনামুল হক শামীম বলেন, বিএনপির মিথ্যাচার শুনতে শুনতে জনগণ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। এ ধরনায় কোনো লাভ হবে না। ক্ষমতায় যেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনেই অংশগ্রহণ করতে হবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।